![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বলে ভুল করলেও নিজেকে মানুষই বলব আমি।
তুমি কি আমার আশ্রয় হবে ?
এই ক্লান্ত দুপুরে ; বড্ড শ্রান্ত আমি
অনেক দূর হতে এসেছি ।
একটু জল খাওয়াবে ?
তৃষ্ণায় আমার বুক ফেটে যায় ।
আমি একটু বসতে চাই
তোমার এই আঙিনায় ।
তুমি কি আমার আশ্রয় হবে,
জল খাওয়াবে,
এই অবেলায় ?
সময় যে বয়ে যায়,
হবে কি আশ্রয়, দেবে কি ঠাঁই ?
আমার আমি তুমিতে একটু শান্তি চায় ।
উৎসর্গ - আমার অপূর্ণতার পূর্ণতা 'প্রমা মন্ডল'কে!
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৮
খায়রুল আহসান বলেছেন: চাওয়ার এ আকুতিটুকু বেশ আবেদনময়।
উৎসর্গটুকুও ভালো লাগলো।