নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবরের ভুবনে সবাইকে স্বাগম

পথহারা যাযাবর

পথহারা যাযাবর › বিস্তারিত পোস্টঃ

লেবানিজ চিকেন কাবাব (আরও কিছু বিদেশি রেসিপি)

২০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৯

প্রয়োজনীয় উপকরণ

* মুরগির মাংস ১ কেজি (ছোট পিস করা)

* লেমন জুস কোয়াটার কাপ

* রসুন বাটা ১ টেবিল চামচ

* সাদা সরিষা বাটা আধা টেবিল চামচ

* অলিভ ওয়েল ১ টেবিল চামচ

* গোলমরিচ ১ চা চামচ

* চিনাবাদাম বাটা বা পিনাট বাটার- ১ টেবিল চামচ

* টেস্টিং সল্ট পরিমাণমতো

* বাটার- কাবাব করার সময় লাগবে





প্রস্তুত প্রণালি

মুরগির মাংসকে কাঁটা চামচ দিয়ে ভালো করে কেঁচে নিন। তারপর মাখন বাদে বাকি সব উপকরন দিয়ে মাখিয়ে রাখুন। মাখিয়ে ৩০ মিনিট রাখতে পারলে ভালো। না রাখলেও সমস্যা নেই। ৫ মিনিট রেখেই তৈরি করে নেয়া যায়।

প্যানে অল্প মাখন গরম করে নিন। তাতে মুরগির মাংস গুলো দিয়ে দিন। দুপাশ লাল রঙ ধরলে, ঢাকনা দিয়ে দিন। এই অবস্থায় মুরগী একটু পানি ছাড়বে, সেই পানি প্যানেই শুকিয়ে যাবে। পানি শুকালে পোড়া পোড়া করে নিন।

চাইলে কাবাবের মতন কয়লার চুলায় করতে পারেন। ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঝলসেও নিতে পারেন মজাদার লেবানিজ চিকেন কাবাব।





আরও দেখতে পারেন:

* চিকেন জাকুতি

* চিকেন সাত্যে

* চিকেন পেরালান

* চিকেন কোঞ্জি

* চিকেন চপ সওয়ে

* চিকেন হ্যাম ভারমিসিলি সালাদ

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৬

জাফরুল মবীন বলেছেন: রান্নার ব্যাপারে আমার আগ্রহ ব্যাপক।ভাল লাগা থেকেই পোষ্ট প্রিয়তে নিয়ে গেলাম :)

২| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৩

লিখেছেন বলেছেন: khamu

৩| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৯

টেকনিসিয়ান বলেছেন: চিকেন গ্রীল করার সময় দেখতে অসাধারণ সুন্দর দাগ সৃষ্টি করার জন্য ৫দিন আগেই একটি গ্রীল প্যান কিনেছিলাম। এখনো ব্যস্ততার জন্য শুরু করতে পারিনি। সময় পেলে এ রেসিপি ট্রাই করতে হবে।

অভিজ্ঞতার আলোকে বলতে পারি কয়লায় গ্রিল করা মাংস সত্যিই অসাধারণ।

৪| ২০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

গোল্ডেন গ্লাইডার বলেছেন: ্বানাইতে হবে ভাই । তাই সোজা প্রিয়তে

৫| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৭

শুঁটকি মাছ বলেছেন: খাবারের রেসিপি দেখতে ভাল্লাগে। কিন্তু সমস্যা হল- দেখলেই খেতে ইচ্ছা করে! :(

৬| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ছোট পিস করতে বললেন কিন্তু দিলেন মেগা সাইজের পিস! :||

৭| ২১ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৩০

আলম 1 বলেছেন: ভাল পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.