![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।
জাগতিক অস্পষ্টতার সাথে আমার বসবাস,
সাথে আছে কিছু প্রাপ্তি আর দীর্ঘশ্বাস ।
আমি নইতো শ্বেত শুভ্র ফুলের কলি
তাই ঝরে যাওয়া মুকুলের মতো চলি ।।
আমি তোমাদের প্রাণে বেঁচে আছি,
কষ্টের অনলে স্বর্গীয় সুখ পেয়েছি ।
প্রতিকূল ভাবনাই আমার প্রাণ,
ভয় করি নাতো কোন তুফান ।।
গদ্যের বদলে বেছে নিয়েছি পদ্য,
তাই ঠুকরে কাঁদে সব সাহিত্য।
অগোছালো ছন্দ কিংবা ছড়ায়,
নতুন মাত্রা এসেছে বিশ্বপাড়ায় ।।
তোমাদের সুখগুলো হউক দীর্ঘজীবী
সৃষ্টিকর্তার কাছে এটাই আমার মিনতি ।
পর্বত সম কষ্ট অথবা পাশ্চাত্যের হতাশায়
থামবে না জীবন নেশা হীন আশায় ।।
তোমাদের মাঝে বেঁচে থাকবো ,
প্রয়োজনে দিব প্রাণ সহস্রবার ।
পরের কল্যাণে ব্রত হব,
হব শিখা অনির্বাণ ।।
©somewhere in net ltd.