![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।
আলোগুলো আজকাল অন্ধকারময়ী হয়ে উঠেছে, আতঙ্কিত হয়েই মনে হয় তাদের এই বশ্যতা । ইহাদের মনেও আর ক্ষোভেরা বাস করে না ।
রাতের শেষ লগ্ন প্রায়, কাঁপুনিটাও বশে এসে গেছে । বাস্তবিকপক্ষে, চিত্তবিনোদনগুলো হরহামেশা এখন একই এলিভেটরে উঠানামা করে ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭
খায়রুল আহসান বলেছেন: প্রথমটা বুঝলাম। পরেরটা ততটা না।
আতঙ্কিত হয়েই মনে হয় তাদের এই বশ্যতা -- আমারও তাই মনে হয়।