নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
রাত দশটায় কোনরকম পূর্বাভাস ছাড়াই হ্যান্ড শাওয়ার ভেঙ্গে যাওয়ায় মনমেজাজ খারাপ করে খোঁজ-দ্য স্যানেটারী সার্চ এর উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম এবং বের হয়েই বুঝতে পারলাম, বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানের সংখ্যা আসলেই অনেক বেশী প্রায় সব স্যানেটারী দোকানই তারাবীর নামাযের কারণে বন্ধ! অবশেষে অনেক অলি-গলিতে খোঁজ-দ্য স্যানেটারী সার্চ শেষে একটা দোকান পেলাম যেখানে আবার তুমুল উত্তেজনার দাবা খেলা চলছিল..... দুজন দাবা খেলার সময় আশেপাশে চার-পাঁচজন দর্শক থাকলে অবধারিতভাবে একজন বিশেষজ্ঞ দর্শক থাকবেন, যিনি দুজনকেই ভয়ংকর ভয়ংকর (ওনার নিজের ধারণা তাই) চাল বলে দিয়ে ভলান্টারিলী খেলার বারোটা বাজাবেন। এখানেও তার ব্যতিক্রম হলোনা। সেই একজনকে সাহস করে বলে বসলাম, ভাই এ ম্যাচ শেষ হলে আপনার সাথে একটা খেলব। কোন কিছু না বলে লোকটা খেলা দেখতে থাকলো। একটু পরে দেখি লোকটা নেই! আমিও স্যানেটারী মিস্ত্রীকে ফ্ল্যাটে আসতে বলে বাসার দিকে রওনা দিলাম। একটু এগোতেই দেখি, সেই লোকটার ডাক, কি ভাই! না খেলেই চলে যাচ্ছেন? এরপর আর কি চ্যালেঞ্জ গ্রহণ না করে পারা যায়। স্যানেটারী মিস্ত্রীকে আগামীকাল ইফতারির পর আসতে বলে মনে মনে ঠিক করলাম, প্রয়োজনে এর আগে প্রকৃতির বড় ডাকে সাড়াই দেবনা খেলা শুরু হবার আগেই নানরকম শর্ত, চাল ফেরত নেয়া যাবেনা, টাচ এন্ড মুভ ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে অতি উৎসাহী একজন আবার বলে বসলো আমাকে, ভাই ওনার সাথে পারবেন না। অতঃপর ম্যাচ শুরু হলো সোডিয়াম লাইটের আলোয়। কেননা দোকান বন্ধ করার সময় হয়ে গিয়েছিল যদিও দোকানদার দোকান বন্ধ করে খেলা দেখতে দাড়িয়ে গিয়েছিল। অবশেষে দশ-বারোজন দর্শকের সামনে পাড়ার চেস হিরোর সাথে ঘাম ঝরানো দুটো ম্যাচ খেলে সেভেন-আপ না খেয়েই "আই ফিল আপ" জাতীয় একটা অনুভূতি নিয়ে রাত সাড়ে এগারোটায় বাসায় ফিরলাম ভাগ্যিস বউ বাসায় না থাকার দিনটিতেই হ্যান্ড শাওয়ার ভেঙ্গে গিয়েছিল ! কেননা রাত সাড়ে এগারোটা পর্যন্ত বউকে বাসায় একা রেখে রাস্তায় দাবা খেলবার মত দাবাপ্রেমী কিংবা Irresponsible Husband কোনটাই আমি কখনও ছিলামনা (!)
১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
শিস্তালি বলেছেন: 2-0 Te jitsi bhai "I feel Up" maney bujhlen na
১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
শিস্তালি বলেছেন: 2-0 Te jitsi bhai "I feel Up" maney bujhlen na
২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৪
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
দাবা খেলা এবং রেসপন্সেবল হাসব্যান্ড...দুটোই দারুন লাগলো .......
১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
শিস্তালি বলেছেন: ধইন্যপাতা ভাই
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৬
এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: হাহাহা, হারলেন না জিতলেন কিছুই বললেন না ?
দোকানটা কেমন জানি পরিচিত পরিচিত লাগছে