নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে থাকিলে উপায় হয়, আমার কেবল উপায় থাকিলেই ইচ্ছে হয়

শিস্‌তালি

Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!

শিস্‌তালি › বিস্তারিত পোস্টঃ

বিএনপি'র জন্য কিছু ফ্রি বিলবোর্ড টিপস্

০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫২

স্বয়ং সরকারের একজন মুখপাত্র বলেছেন, বিএনপিও চাইলে বিলবোর্ডে প্রচারণা চালাতে পারে।তো বিএনপি'র সেই বিলবোর্ডগুলো কেমন হতে পারে সে বিষয়ে একটি প্রস্তাবনা। ঢাকা শহরের যেখানে যেখানে বাংলাদেশ আওয়ামীলীগ তথা BAL GOVERNMENT এর বিলবোর্ড আছে তার ঠিক একশ মিটার দূরত্বের মধ্যে বিএনপি'র বিলবোর্ডগুলোর কনসেপ্ট হতে পারে এরকম....

বিলবোর্ড নং এক. পাঁচজন গ্র‌্যান্ড মাস্টার জিএম এনামুল হোসেন রাজীব ভাইয়ের বাসায় বসে জি বাংলা সিরিয়াল দেখছেন আর লুডু খেলছেন কারণ গত পাঁচ বছর ধরে দেশে কোন জিএম টুর্নামেন্ট নাই!



বিলবোর্ড নং দুই.সাগর-রুনি'র কিছু পারিবারিক ছবি আর তাদের মৃত্যুবার্ষিকীর তারিখ।



বিলবোর্ড নং তিন. জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের দুপক্ষের মারামারির সময় হলের তিন তলা থেকে প্রতিপক্ষকে ফেলে দেওয়ার ছবি।



বিলবোর্ড নং চার. বিডিআর বিদ্রোহে সারি সারি লাশের ছবি।



বিলবোর্ড নং পাঁচ. ত্বকীর ছবি



বিলবোর্ড নং ছয়. আবুল হোসেন, সুরন্জিত আর গোলাম রনিকে নিয়ে কার্টুনিস্ট সাদাতের একাধিক কোলাজ।



বিলবোর্ড নং সাত. রানা প্লাজা।



বিলবোর্ড নং আট. পদ্মা সেতু দূর্ণীতি।



বিলবোর্ড নং নয়. শাহবাগ ও হেফাজত নাটক!



বিলবোর্ড নং দশ. হলমার্ক কেলেংকারী



বিলবোর্ড নং এগারো. শেয়ার বাজার ( এই বিলবোর্ডের ছবি কালেকশন সেইরকম হলে পাবলিককে যথেষ্ট ইমোশনাল করা যেতে পারে)



বিলবোর্ড নং বারো. জাবি, বুয়েটের ভিসি হটাও আন্দোলন থেকে শুরু করে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্লজ্জ দলীয়করণ



এবং লাস্ট বাট নট দি লিস্ট .....



বিলবোর্ড নং তেরো. গ্রামীণ ব্যাংকের ১৯ টুকরা ১৯ জন সরকার দলীয় এম.পি'র পকেটে! এই জাতীয় কোন কার্টুন।



সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০৪

গিফার বলেছেন: Click This Link

০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০৮

শিস্‌তালি বলেছেন: দেখলাম ভাই। মজা পেলাম।

২| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০৫

গিফার বলেছেন:

০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:১৯

শিস্‌তালি বলেছেন: ভাই আমি কিন্তু বিএনপি সমর্থক কেউনা। দুইদলই হারামী। আই ডু এগ্রি :) ধন্যবাদ

৩| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০৮

প্রিন্স হেক্টর বলেছেন: ব্রাদার, সবই তো আওয়ামী লীগ বিদ্বেষী কথাবার্তা। বিএনপির উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। আওয়ামী লীগ তো নিজেদের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেছে। বিএনপির ছিদ্রান্বেষন করেনি।

গত পাচ বছরে বিএনপি দেশের কি কি উন্নতি করেছে সেটা তুলে ধরেন। যেমনঃ

১) রাজাকার বাচাতে হরতাল
২) গাড়ী পোড়ানো
৩) হেফাজতিদের খাবার খাওয়ানোর ছবি
৪) আল্লামা শফিকে নিয়ে বক্তব্য

ব্লা ব্লা ব্লা........ আমার আর মনে নাই। কারন আমি আপনাদের মত অন্যের ছিদ্রান্বেষন করার চেষ্টা করি না।

বিএনপি বিলবোর্ডে প্রচার করলে স্বাগত জানাবো। তবে নিজেদের উন্নয়ন প্রচার করুক। ক্ষমতায় থাকলেই কি খালি দেশের সেবা করা যায়? বিএনপি প্রচার করুক ক্ষমতায় না থেকেও তারা কি কি উন্নয়ন করেছে।

০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:১৭

শিস্‌তালি বলেছেন: ভাই ধন্যবাদ। ক্ষমতায় থাকা দলের সাথে উন্নয়নের প্রতিযোগিতায় বিএনপি পারবেনা। তাই মার্কেটিং কনসেপ্ট থেকে দেখার চেষ্টা করলাম আর কি! কিভাবে কম্পিটিটরের মর্কেটিং স্ট্র‌্যাটেজীকে অকার্যকর করা যায় ;)

৪| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:১০

প্রিন্স হেক্টর বলেছেন: @গিফার :D :D =p~ =p~ =p~

এদের মাথায় ঢুকবে না, বাদ দেন

০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:২২

শিস্‌তালি বলেছেন: নারে ভাই, মাথায় না ঢোকার কিছু নেই । আবারো বলছি, আমি কিন্তু বিএনপি সমর্থক নই।

৫| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৮

ইকবাল পারভেজ বলেছেন: উপড়ে দুইটা আওয়ামী বলদ বলতেছে রাতারাতি মানুষের বিলবোর্ড দখল কইরা উন্নয়নের চাপাবাজি করা ঠিক আছে??!!!

আম্লীগ যে একটা লুটেরা-হইজ্যাকার-কম্বল চোরের দল সেইটা আরেকবার প্রমান হইলো রাতারাতি শত শত বিলবোর্ড হাইজ্যাক কইরা|




০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৪

শিস্‌তালি বলেছেন: সহমত।

৬| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪১

প্রিন্স হেক্টর বলেছেন: @ইক বাল, কথা বার্তা ঠিক মত বলেন।

০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৪

শিস্‌তালি বলেছেন: ভাই। টেক ইট ইজি :)

৭| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৩

ইকবাল পারভেজ বলেছেন: বিরোধী দলে থাকা অবস্হায় আম্লীগ কত দিন হরতাল দিছিল, কত গাড়ি পুড়াইছে তার সাথে বিএনপির হরতাল ও গাড়ী ভাংগার সংখ্যার একটা তুলনা করলে বুঝা যাইবো বিএনপি বিরোধী দলে থেকে দেশের কোন উন্নয়ন করেছে কি-না??

আর সেইটা প্রচারের জন্য বিলবোর্ড হাইজ্যাকের দরকার নাই, দেশে মানুষের মনের বিলবোর্ডেই সেই কথা লিখা আছে, ৫ টি সিটি কর্পোরেশনে আম্লীগকে গণ বলাৎকার কইরা সেই কথা দেশের মানুষ প্রমান করছে|

০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৫

শিস্‌তালি বলেছেন: হাহাহা. valo bolechen আর সেইটা প্রচারের জন্য বিলবোর্ড হাইজ্যাকের দরকার নাই, দেশে মানুষের মনের বিলবোর্ডেই সেই কথা লিখা আছে, ৫ টি সিটি কর্পোরেশনে আম্লীগকে গণ বলাৎকার কইরা সেই কথা দেশের মানুষ প্রমান করছে|

৮| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৮

ইকবাল পারভেজ বলেছেন: @ছাল নাই কুত্তার বাঘা নাম:


চোর-লুটেরা-হাইজ্যাকারদর সাথে আর কোন ভাষায় কথা বলা ঠিক হবে সেইটা কোন রাজার পুলার কাছ থেকে শুনতে চাই না|

বাংলাদেশে কোন কিং নাই, প্রিন্সও নাই, তবে আওয়ামী লুটেরাদের দলে " কিং অব থীফ" আছে এবং সেই সব কিংদের বখাটে প্রিন্সও আছে| আমার মত আম-জনতা সেই "কিং অব থীফদের" পোলা মাইয়ার কথা শুনবে না, এইটাই স্বাভাবিক|

০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৭

শিস্‌তালি বলেছেন: ভাই কথাবার্তা একটু বেশী হয়ে যাচ্ছে। সামহালকে ভ্রাতা :)

৯| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৯

প্রিন্স হেক্টর বলেছেন: অক্কে অক্কে ইক বাল। তোমার লগে প্যাচাল পারার ইচ্ছা নাই। তুমি যাও, বড় এক বোতল নিয়া রাজনীতি ধুইয়া পানি খাও।

உங்கள் கழுதை ஃபக்

০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৭

শিস্‌তালি বলেছেন: :) লাস্টে এটা কি দিলেন ভাই? কি ফন্ট?

১০| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১৫

উড়োজাহাজ বলেছেন: শেষ রোজার দিনটাতে চা এর কথা মনে করিয়ে দিলেন । রোজা না থাকলে এক কাপ চা নিয়া গ্যালারীতে বসতাম। কার পশ্চাদ্যেশে কত বড় ছিদ্র আছে তা মেপে নিতাম।
হারামীর দলেরা! লজ্জা করে না এই সব দলগুলো নিয়া ক্যাচাল করতে । না কি সেটাও উঠে গেছে। এখনো এদের পক্ষে কথা বলে!!

নিজেরা নিজেদের পেছনে বাশ দিতে তাদের চাইতে কে বেশী এগিয়ে? দিন শেষ হয়ে আসছে। পাপের পেয়ালা পূর্ণ করে নাও।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৮

শিস্‌তালি বলেছেন: ভাই রোজা শেষ। আসেন এবার চায়ের কাপে ঝড় তুলি।

১১| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৩

অ্যামাটার বলেছেন: ঝগড়া ঝাটি বাদ। আসেন সংযম পালন করি :)

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৯

শিস্‌তালি বলেছেন: এতক্ষণে একজন ভাইজান খাঁটি কথা বলেছেন

১২| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৪

ইকবাল পারভেজ বলেছেন: কিং অফ থীফের পোলা-মাইয়ারা অলরেডী ইন্ডিয়ান প্রদেশের ভাষা লিখতে ও বলতে শিখে গেছে........হা হা হা........পলানোর সময় আইসা পরছে........ ;):)

নতুন ভাষাটা কাজে লাগবো, ভারত মাতা কি জয়.... ;);)

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

শিস্‌তালি বলেছেন: হাহাহা... চালিয়ে যান ভ্রাতা ;)

১৩| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৯

প্রিন্স হেক্টর বলেছেন: 你他妈的混蛋

去他妈的自己

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৫

শিস্‌তালি বলেছেন: ভাইজান এটাকি চায়নীজ গালি??????

১৪| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিন্স হেক্টর বলেছেন: ব্রাদার, সবই তো আওয়ামী লীগ বিদ্বেষী কথাবার্তা। বিএনপির উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। আওয়ামী লীগ তো নিজেদের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেছে। বিএনপির ছিদ্রান্বেষন করেনি।
@প্রিন্স হেক্টর... আয় হায় পুরা দলে মতোই মিছা কথা কইলেন :-/
পুরা সাড়ে চাইর বছর ধইরা হাম্বাদের পেঠ ফাপলেও চারদলীয় জোটের কথাতো রেকর্ডেড!!! মায় এই কয়দিন আগে পুলাপাইন পরীক্ষায় ফেল করছে শিক্ষানীতির ব্যর্থতায় তার দুষওতো চারদলীয় জোটের কাধে দিছেন !!!

এটা ৭২-৭৫না সব কথিত ডিজিটালি রেকর্ডেড!!!!

সো এতটা দলকানা না হইলেও পারতেন!!

যাউকগা...

অন্যের বিলবোর্ড রাতারাতি অবৈধ দখল কইরা যারা নীতিকথার পাঠ ুনায় তাদের নীতিবোধ নিয়ে প্রশ্ন তোলাও বোকামী ;)

আর জনতাযে কত কনসাস.. তাতো ৫-০তে প্রমাণীত।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৬

শিস্‌তালি বলেছেন: হাহাহা ৫-০ ধবল ধোলাই বলে কথা !

১৫| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭

মোমেরমানুষ৭১ বলেছেন: উপ্রে কয়েকটা জাতিয় হাম্বা দেখা যাইতাছে, বিলবোর্ড দখল বানিজ্ সবসময়ের দখল বাণিজ্যকেও হার মানাইছে.....
ব্লগে জমানোর জন্য এমন কয়েকটা আওয়ামী হাম্বা ই যথেষ্ট., এদের ছাড়া ব্লগ জমে না

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৭

শিস্‌তালি বলেছেন: হুক্কা থুক্কু হাম্বা বারবার বারবার হাম্বাবার

১৬| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৮

শফীক রহমান বলেছেন: আওয়ামীলীগ খারাপের ভাল। গত সাড়ে ৪ বছরে কৃষি ক্ষেত্রে অবদান অস্বীকার করার উপায় নাই।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৮

শিস্‌তালি বলেছেন: তাই? কিছু ভালো কাজ আসলেই করেছে। কিন্তু তারপরও আওয়ামীলীগ খারাপেরও খারাপ।

১৭| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬

শিস্‌তালি বলেছেন: VAIJAANERA EI POST DEBAR POR THEKE AMI SAMUTE DHUKTE PARCHINA...... KAHINIKI BUJHLAMNA... BOHU KOSHTO KORE SYSTEM E DHUKLAM PATHOKDER COMMENT PORBAR JONNO... PLEASE SAVE MEEEEEEEEEEEEEEE

১৮| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

মোমেরমানুষ৭১ বলেছেন: শিস্‌তালি বলেছে@ ভাই আমারও একই অবস্থা। নেটের অন্যান্য সব কাজই চলে, কিন্তু সামুতে আজ সারাদিন ঢুকতে পারি নাই। পক্সি চেন্জ করে একবার ঢুকেছিলাম, এরপর পক্সিও কাজ করে না

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৯

শিস্‌তালি বলেছেন: অবশেষে সমাধান! ভয় পেয়ে গিয়েছিলুম !

১৯| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৮

শিস্‌তালি বলেছেন: keno vy apnioki kichu likhsilen naki ei related? if no, then i hope its ok

২০| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

আমিনুর রহমান বলেছেন:



ঈদ মোবারক !

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৩

শিস্‌তালি বলেছেন: ঈদ মোবারক ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.