নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে থাকিলে উপায় হয়, আমার কেবল উপায় থাকিলেই ইচ্ছে হয়

শিস্‌তালি

Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!

শিস্‌তালি › বিস্তারিত পোস্টঃ

আসিতেছে নতুন মুভি "বাপ বড় না মা বড়- WHAT IS CHESS!!!"

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

আসিতেছে নতুন মুভি "বাপ বড় না মা বড়- WHAT IS CHESS!!!"



♜♞♝♛♚♝♞♜

♟♟♟♟♟♟♟♟

অভিনয়ে- ZUHAYER WAZIH ABDULLAH

♙♙♙♙♙♙♙♙

♖♘♗♕♔♗♘♖







ZUHAYER এর বাবা যখন chess.com এ আর্মেনিয়ান সুন্দরী আর্মাইন এর সাথে (http://www.chess.com/members/view/ArmineF) মহানন্দে অনলাইনে চেস খেলছিল, ZUHAYER এর অতি ধার্মিক মা তখন ZUHAYER এর GRAND MASTER হবার পথে নিজেকে সবচেয়ে বড় বাঁধা হিসেবে দাঁড় করানোর মহা শপথ নিচ্ছিল ...............

অথচ জীবনের প্রথম চালেই জুহায়ের একটি নৌকা, একটি হাতি ও একটি সৈন্য লাভ করে!!! কি বিশ্বাস হচ্ছে না, ব্যাপারটি তাহলে খুলেই বলি, জীবনের প্রথম খেলনার (মিনির চেয়েও মিনি সাইজের চেস সেট) সাথে নিচের এই ফটো সেশন শেষ হতে না হতেই জুহায়ের এমনই হাত-পা ছোড়াছুড়ি শুরু করে জুহায়ের এর বাবা ও ছোট খালা অনেক খুজেঁও একটি কালো নৌকা, একটি কালো হাতি ও একটি সাদা সৈন্য খুজেঁ পায়নি!



রুমের কোন চিপায় আছে সেটা ধরে নিয়ে এরপর আমরা বাবা-খালা যার যার কাজে চলে গেলে প্রায় আধা ঘন্টা পর জুহায়ের এর মা তার ন্যাপির মধ্যে সেই হারিয়ে যাওয়া তিনটি ঘুটি আবিষ্কার করে! সেই আবিষ্কারের পর পরই 'জুহায়ের এর জন্য দাবাকে আজীবন নিষিদ্ধের ঐতিহাসিক ঘোষণা দেয়!



যদিও এই মুহুর্তে দাবা ফেডারেশন থেকে ওয়াকিং ডিসট্যান্স এ নতুন বাসা নিয়ে বাপ-বেটা দুইজনই বেশ ফুরফুরে মেজাজে আছে :)



এরকম ক্লাইমেক্স-এন্টি ক্লাইমেক্স-নাঁচে-গানে-একশনে ভরপুর মুভি দেখতে হলে স্বপরিবারে চলে আসুন সিনেপ্লেক্সে !!!















<<< >>>



আপাতত এটুকুই! কেননা এই মুহূর্তে মুভির স্ক্রিপ্ট রাইটিং চলছে!



মুভিটি অতি শীঘ্রই সারা বিশ্বে এক যোগে Somewhereinblog এ শুভ মুক্তি দেওয়া হবে!

মুভির ওয়ার্ল্ড প্রিমিয়ারে প্রধান অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক মাস্টার Abu Sufian Shakil (শত অনুরোধের পর ব্লগটি আই মিন মুভিটি ওনাকে উৎসর্গ করা হবে এই শর্তে উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার জন্য রাজী হয়েছেন ) এবং মুভির বিশেষ অতিথি চরিত্রে আইটেম সং <<< খাবো খাব খাবো তোর Queen খাবো, দেব দেব দেব তোকে সব দেব>>> এ শখের ড্যান্সিং পার্টনার হিসেবে আছেন মোহামেডানের National Chess Player Ahmed Mahtab Uddin Robin (শখের নাম শোনার পর ওনাকে রাজী করাতে অবশ্য কোনরকম কষ্ট করতে হয়নি )



আপাতত মুভির একটি প্রমো দেওয়া হলো







This year will end with a <<>>

♜♞♝♛♚♝♞♜

♟♟♟♟♟♟♟♟

"বাপ বড় না মা বড়- WHAT IS CHESS!!!"

♙♙♙♙♙♙♙♙

♖♘♗♕♔♗♘♖



_______________________



[ব্লগটি আন্তর্জাতিক মাস্টার Abu Sufian Shakil ভাইকে উৎসর্গ করা হলো। উনি কিন্তু শুধু ভালো দাবাড়ুই নন, একজন প্রচন্ড রকমের ভালো মানুষ এবং খুব ভালো একজন ব্লগারও! ২০০৪ সালের চিটাগাং ১ম বিভাগ দাবা লীগে আমার দল পাঁচলাইশ যুব সংঘের ১ম ম্যাচটিই পরেছিল শাকিল ভাইয়ের চট্টগ্রাম মোহামেডানের সাথে এবং ২ নং টেবিলে আমার ম্যাচ পড়েছিল শাকিল ভাইয়ের সাথে। আমি মোটামুটি ওনার নাম শুনেই জীবনের সবচেয়ে বাজে ম্যাচগুলোর একটি খেলে ওনার সাথে অসহায় আত্মসমর্পণ করি। তারপর দিন উনি আমাকে দেখে পরিচিতি সুলভ হাসি দিলেও আমি লজ্জায় পুরো টুর্নামেন্টেই ওনাকে এড়িয়ে চলি। সে যাই হোক পরবর্তীতে ঢাকায় এসে দাবা ফেডারশনে মাঝে মাঝে যাবার সুবাদে এবং মার্ক যুকারবাগের কল্যাণে উনি এখন আমার খুব প্রিয় মানুষদেরও একজন!

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯

তামিম ইবনে আমান বলেছেন: আর্মেনিয়ান সুন্দরীরে ভাল্লাগছে :!>

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩

শিস্‌তালি বলেছেন: :)

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫

অপ্রচলিত বলেছেন: দাবা খেলুম আপনার লগে। প্রতিপক্ষ সঙ্কট চরমে :(

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

শিস্‌তালি বলেছেন: ওকে ভাইজান। আমার লগে জিতলে এরপর আমার ছেলের লগে :)

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২

অপ্রচলিত বলেছেন: আসেন ভাই খেলি, কই খেলতে চান বলেন?

instantchess, chess.com, chesscube?
Or whatever you prefer :P

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩১

শিস্‌তালি বলেছেন: chess.com (my profile shistan)

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৩

শিস্‌তালি বলেছেন: আজকে দাবা ফেডারেশনে বিজয় দিবস র‌্যাপিড রেটিং দাবা। চলে আসেন সাড়ে দশটায়

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩২

শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং তো।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২

শিস্‌তালি বলেছেন: তাহলে চলে আসবেন দেখতে ;)

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

অপ্রচলিত বলেছেন: হুম, দেরিতে দেখলাম। এখন তো আর সম্ভব নয় |-)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

শিস্‌তালি বলেছেন: আহা.... ফেসবুকে চেস ডিসকাশন ফোরাম নামে একটা গ্রুপ আছে। জয়েন করেন এন্ড গেট আপডেটেড অলয়েস :) আপনার সাথে খেলব একদিন :)

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৫

অপ্রচলিত বলেছেন: একটা সময় দিন-রাত ভুলে অনলাইনে দাবা খেলতাম। এখনো শখটা ঠিকই আছে, যদিও আগের মত আর খেলা হয় না। মনমত সাইট পাই না আসলে। যাই হোক, ফেসবুক তো এখন আর ব্যবহার করি না, তবে chess.com এ আপনাকে খেলার আমন্ত্রণ জানিয়ে রেখেছি। সময় পেলে দেখবেন। ভালো থাকুন

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২

শিস্‌তালি বলেছেন: hum bhai request accept korsi......... :) আমি ব্লিটজ খেলি শুধু ৫ মিনিটের গেম :)

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

অপ্রচলিত বলেছেন: ঠিক আছে। আমি সাধারণত বুলেট খেলি। ১ মিনিট :P :P

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০

শিস্‌তালি বলেছেন: khaise :P tournament khelen na?

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০

শিস্‌তালি বলেছেন: khaise :P tournament khelen na?

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

অপ্রচলিত বলেছেন: chess.com ভালো লাগে না। chesscube.com এই সাইটটা আগে অনেক ভালো ছিল, সেখানে অনেক খেলতাম। :P

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

শিস্‌তালি বলেছেন: :) আমি খেলি নাই চেসকিউব এ। অনেকদিন পর একটা ছোট গল্প লিখলাম আজকে। সময় পেলে পড়ে ফিডব্যাক দিয়েন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.