নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
১
'জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি,
জোটে যদি দুইটি পয়সা, বাচ্চার ডায়াপার কিনিও হাগার লাগি।'
২
"ডায়াপার কিনিয়া কেউ কখনও দেউলিয়া হয় না"
৩
"হাগব নাকো বদ্ধ ঘরে, হাগব এবার ডায়াপারে;
যেমন করে হাগছে শিশু, হাগিস থেকে প্যাম্পারে"
৪
"হে ডায়াপার! তুমি মোরে করিয়াছ মহান!!
তুমি মোরে দিয়াছ সারারাত্রি নিশ্চিন্তে মুতিবার সম্মান"
৫
"ডায়াপার রাজ্যে পৃথিবী হাগিসময়,
পূর্ণিমার চাঁদ যেন হলদে ন্যাপি!"
--- আমার অতি প্রিয় এক ভাইজান আছেন, অল্প বয়সেই সফল Entrepreneur! উনি তুরস্ক থেকে 'ভিআইপি বেবি' নামের ডায়াপার আমদানি করেন এবং চাহিবামাত্র প্রায় প্রতি মাসেই আমাকে নামমাত্র মুল্যে রীতিমত হোম ডেলিভারি করে যান! বাংলা সাহিত্যের প্রথম ডায়াপার কাব্যটি আমার সেই প্রিয় মানুষটিকে উৎসর্গ করা হল
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৯
শিস্তালি বলেছেন: হাহাহা ভাই! ধন্যবাদ। আমিও মজা পেলাম
২| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২০
ভিটামিন সি বলেছেন: ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: এত মজা দ্যান ক্যারে বাই..?
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪০
শিস্তালি বলেছেন: হাহাহা। মজাই মজা!!
৩| ২৮ শে জুন, ২০১৪ ভোর ৪:৪৯
বনলতা মুনিয়া বলেছেন: ওরে খোদা! হাসতে হাসতে কাইত!
২৮ শে জুন, ২০১৪ রাত ১১:৪৮
শিস্তালি বলেছেন: ধন্যবাদ! আপনার বাবুর জন্য এক পিস হাগিস
৪| ২৯ শে জুন, ২০১৪ রাত ১২:২১
অঘটনঘটনপটীয়সী বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৮
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: এত মজা দ্যান ক্যারে বাই..?