নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
"নিশ্চয়ই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে"
এখানে আপনি-আমি-আমরা সবাই মারা যাব না বলে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করব বলা হয়েছে! এবং এই মৃত্যুর স্বাদ কিন্তু ভয়ংকরের চেয়েও বেশী ভয়ংকর!!!! যত সহজে কথাটি বলে ফেললাম ব্যাপারটি কিন্তু মোটেই সেরকম সহজ কিছু নয়! কেননা মৃত্যুকষ্ট কতটা ভয়ংকর হতে পারে সেটি কল্পনা করবার ক্ষমতা আমাকে-আপনাকে কিংবা পৃথিবীর জীবিত কোন মানুষকে দেওয়া হয়নি! খালি চোখে আমরা যা দেখি, বসুন্ধরা সিটির লেভেল এইট থেকে একজন টিনএজার লাফ দিল আর সেকেন্ডের মধ্যেই কাহিনী শেষ----- কাহিনী কিন্তু আসলে শেষ হয়না বরং সেখান থেকেই আসলে কাহিনীর শুরু যার কোন শেষ নেই!!! কারণ যতটুকু জানি মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত আজরাইল আমাদের প্রতিটি শিরা-উপশিরা ধরে টানতে থাকবে!!!
মৃত্যুকষ্ট কতটা ভয়ংকর হতে পারে তার জন্য একটি ছোট্ট উদাহরণই যথেষ্ট, আজরাইলের প্রথম স্পর্শ পেয়ে আমাদের নবীজির চোখে পর্যন্ত পানি চলে এসেছিল! তিনি তখন আজরাইলের কাছ থেকে সামান্য সময় চেয়ে নিয়ে (মুরুব্বীদের কাছ থেকে শোনা, ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি) তার উম্মতদের মধ্যে মুমিন বান্দাদের মৃত্যুযন্ত্রণা যেন আল্লাহ কমিয়ে দেন এই দোয়া করেন। একমাত্র আমাদের নবীজিই মৃত্যুর আগ মুহুর্তে এই মহান সুযোগটি পেয়েছহিলেন।
আল্লাহ্ তার সবচেয়ে প্রিয় বান্দার জীবনের সর্বশেষ দোয়া নিশ্চয় কবুল করেছিলেন!
আহা.......................
"হায়রে মানুষ, রঙীন ফানুস- দম ফুরাইলে ঠুশশশশশ
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশশশশশশহশশশ"
৩১ শে মে, ২০১৪ দুপুর ২:৫১
শিস্তালি বলেছেন: মৃত্যুকে স্মরন অনেক পাপ কাজ থেকেই মানুষকে বিরত রাখে।
আর সেই জন্যই ভোগবাদ বলে- তাকে স্মরন করোনা, বরং ভোগ আর বিলাসে মত্ত থাকো। যখন হবে তখন হবে টাইপ!!!!
--- খুব ভালো বলেছেন
২| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১:০২
ঢাকাবাসী বলেছেন: মৃত্যুকে স্মরণ করলে অনেক পাপ কাজ থেকে বিরত থাকা যেত। তবে পাপীরা ওসব মানেনা, বলে, মৃত্যু যখন আসবে দেখা যাবে! বিশেষ করে আমাদের দিশী নেতারা!
৩১ শে মে, ২০১৪ দুপুর ২:৫২
শিস্তালি বলেছেন: অপ্রিয় সত্য!!!
৩| ০১ লা জুন, ২০১৪ সকাল ৭:২০
সকাল হাসান বলেছেন: সবাই জানে মৃত্যুটা এত সোজা না। সবার মনেই মৃত্যু ভয় আছে। মৃত্যুর পরের জীবনের কথা চিন্তা সবারই উচিত পাপ কাজ থেকে দূরে থাকা।
০১ লা জুন, ২০১৪ রাত ১০:৫১
শিস্তালি বলেছেন: হুম ভাই। সত্যি কথা বলসেন
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা.......................
"হায়রে মানুষ, রঙীন ফানুস- দম ফুরাইলে ঠুশশশশশ
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশশশশশশহশশশ"
মৃত্যুকে স্মরন অনেক পাপ কাজ থেকেই মানুষকে বিরত রাখে।
আর সেই জন্যই ভোগবাদ বলে- তাকে স্মরন করোনা, বরং ভোগ আর বিলাসে মত্ত থাকো। যখন হবে তখন হবে টাইপ!!!!!