নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
- দোস্ত তৌহিদের (পুরো নাম তৌহিদুন নাহার) অপারেশন শেষ হয়েছে?
... যাকে উদ্দেশ্য করে কথগুলো বলা সে মনে হয় আমার প্রশ্নটা ঠিক শুনেনি... কারণ আমার প্রশ্নের উত্তর দিতে তাকে খুব একটা উৎসাহিত মনে হল না, বরং একনাগাড়ে বিড়বিড় করে বলে গেল,
- 'দোস্ত এইমাত্র আমার ছেলেকে কবর দিলাম... আমি আমার মেয়েকে নিয়ে এখন কবরস্থানে। দোস্ত আমার ছেলেটা অনেক ফর্সা আর সুন্দর হয়েছিল... দেখতে একদম ওর বোনের মত হয়েছিল। দোস্ত হাত পা চোখ মুখ সব কিছুই হয়ে গিয়েছিল... '
ইচ্ছা করছিল খুব কুৎসিত একটা গালি দিয়ে বন্ধুকে চুপ করিয়ে দেই!
বিকেলের এই ফোনালাপের চেয়ে সকালে হসপিটালে বসে আমাদের কথোপকথন মনে হয় অনেক কম কষ্টকর...
- 'দোস্ত নববর্ষ উপলক্ষে মা-মেয়ের জন্য একইরকম ড্রেস কিনেছিলাম... আসছে ১৮ তারিখ মেয়ের দুই বছর হবে... জন্মদিনের অনেক প্ল্যান করেছিলাম... '
আমি কিছু বলতে পারিনা শুধু শুনে যাই আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি!
চট্টগ্রাম কলেজে ২০০৩ ব্যাচের আমরা সবাই যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই ২০০৬ সাল থেকেই চট্টগ্রাম কলেজের যুগল আরিফ আর তৌহিদুন বিবাহিত... বাবা-মা আর একমাত্র মেয়ের সুখী পরিবারে আরও একটি সুখের উপলক্ষ্য নিয়ে আর মাত্র মাস তিনেক পর সেই ছেলে বাবুটির আসবার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে ভয়ংকর এক দুর্ঘটনায় একমাত্র মেয়েকে বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে আহত হয় তৌহিদুন ... হারায় ছয়মাস বয়সী গর্ভের সন্তানকে। এই মুহূর্তে আইসিউতে চিকিৎসাধীন এই মায়ের অবস্থাও বেশ আশঙ্কাজনক। মেরুদণ্ড আর এক পায়ের গোড়ালির অবস্থা খুব বেশী খারাপ... কৃত্রিম ব্যবস্থায় শ্বাস নিতে হচ্ছে তাঁকে আর অপরদিকে দুই বছর বয়সী একমাত্র মেয়ে্র মাকে ছাড়া নিদারুণ অসহায় অবস্থায় দিন কাটছে।
আমার বন্ধুর অবস্থাও শোচনীয়... ভুক্তভোগী মাত্রই এই অবস্থায় ব্যয়বহুল চিকিৎসা সম্পর্কে অবগত... এই কয়দিনে এরই মধ্যে কয়েক লাখ খরচ হয়ে গেছে... এই চিকিৎসার ব্যয় বহন করতে হবে আরও বহু মাস কিংবা বছর ..................
হ্যাঁ আমার এই পোস্টের উদ্দেশ্য হল সহানুভূতি ছাড়াও আপনাদের সবার কাছ থেকে অর্থ সাহায্য প্রার্থনা করা ... যারা দেশে আছেন তারা আমার বন্ধুর নাম্বারে বিকাশ করতে পারেন কিংবা তার ব্যাংক অ্যাকাউন্ট এ টাকা জমা দিতে পারেন আর যারা বাইরে আছেন তারা Fundraiser এর মাধ্যমে টাকা পাঠাতে পারেন আর যাদের সাধ আছে কিন্তু সাধ্য নেই তারা শুধু পারেন আমার বন্ধুদের জন্য দোয়া করতে...
কিভাবে সাহায্য করবেন??
- bKash: 01759796430
- Bank Account 1:
A/C Title: Ariful Islam
A/C No: 20501770203499900
Islami Bank Bangladesh Ltd, Gulshan Branch
Bank Account 2:
A/C Title: MD. ARIFUL ISLAM
A/C No: 01534004828
BANK ASIA
UTTARA BRANCH
- যারা দেশের বাহিরে (ইউএসএ/কানাডা/ইউরোপ/এশিয়া/অস্ট্রেলিয়া) আছেন তারা এখানে সাহায্য করতে পারেন।
http://www.youcaring.com/…/save-a-mother-help-touhid-/336852
ফেসবুক ইভেন্ট Click This Link
এবং সবশেষে
তৌহিদের বোনের স্ট্যাটাস
Snahar Nahar with Akhi Mehbuba and 31 others
April 14 at 6:04am ·
All praise be to Allah. My little sister Thouhidun Nahar is still alive after a deadly accident. She suffered multiple fatal injuries. She already had few major surgeries. Unfortunately, lost her unborn baby boy and she herself is fighting for life. May Allah save her & give her full recovery sooner.
I would like to say ' thanks' to all kind hearted people who helped either giving mental& emotional suppprt or financial help or spiritual support or blood donation
©somewhere in net ltd.