নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
বইমেলা ২০১৬ সমাগত... তাই সেই খুশীতে মনের দুঃখে কুফাকাহিনী অফ বইমেলা ২০১৫ পেশ করিলাম .....
কুফাকাহিনী এক>>> মেলার মাঝপথেই কিংবা আরও বলা যায় মেলার শুরুতেই আমাদের প্রথম প্রকাশনী রোদেলা প্রকাশনী ( বিসর্গ গল্প সংকলন- গল্প লেখা প্রতিযোগিতা গ্রুপের প্রথম পরিবেশনা) তাদের স্টল বন্ধ করে দিতে বাধ্য হল! নেপথ্যের কারণ- আমাদের নবীজির জীবনীর বিতর্কিত অনুবাদ প্রকাশ ......
দুই >>> আমাদের দ্বিতীয় প্রকাশনী জাগৃতি প্রকাশনীর (আফসানা নিশি সম্পাদিত 'ভোরের শিশির' গল্প সংকলন) সত্ত্বাধিকারী ও প্রকাশক ফয়সল আরেফিন দীপন ভাইকে গত বছরের শেষের দিকে নির্মমভাবে একদল মূর্খের হাতে প্রাণ দিতে হয় ... দীপন ভাইয়ের মত নিরীহ প্রকৃতির একজন মানুষের এই দুর্ভাগ্যজনক মৃত্যুতে অনেক বেশী কষ্ট পেয়েছিলাম ......
লেখকের পাওনা সৌজন্য সংখ্যা পেতে অনেক দেরী হওয়ায় ওনার মত অসাধারণ একজন ভাল মানুষকে ভুল বুঝেছিলাম- এই আফসোস এখন আমার সারা জীবনের সঙ্গী হয়ে রইল......
তিন>>> বইমেলায় বেশ কয়েকবার গেলেও গত বইমেলায় আমার স্রেফ একজন বন্ধুর সাথেই দেখা হয়েছিল... স্কুল ও কলেজ জীবনের সেই বাল্যবন্ধু আবার কবি মানুষ ...শুদ্ধস্বর থেকে গত বইমেলায় তারও একটি কবিতার বই বের হয়েছিল... দীপন ভাই মারা যাবার কিছুক্ষণ আগে আমার সেই কবি বন্ধুটিও শুদ্ধস্বর এর অফিসে একদল মূর্খের হাতে মারাত্মকভাবে আহত এবং গুলিবিদ্ধ হয়... যতটুকু জানি সেই গুলিটি এখনও তার হাতের নিরাপদ স্থানে রক্ষিত আছে... খুব মনেপ্রাণে চাই আমার সেই মেধাবী বন্ধুটি পুরোপুরি সুস্থ হয়ে যেন আবারও কলম হাতে নিতে পারে ............
নাহ... এখানেই শেষ নয় আরও আছে ...
চার >>> বইমেলায় প্রথম যেদিন গিয়েছিলাম সেদিন জাহাঙ্গীরনগর ভার্সিটির এক শিল্পমনা বড়ভাইয়ের সাথে দেখা হয়েছিল ... সেই বড় ভাই ভার্সিটি লাইফ থেকেই শিল্পসাহিত্যের সাথে জড়িত... বর্তমানে তিনি নিয়মিত টিভি নাটক লেখক, টিভি নাটক অভিনেতা, টুকটাক নাট্য নির্দেশনায় জড়িত এবং তিনি একসময় আমার লেখালেখির খুব ভাল একজন সমালোচকও ছিলেন... বইমেলা শেষে তার জীবনেও খুব দুঃখজনক একটি ঘটনা ঘটে... পাঁচ বছরের একমাত্র আপন ছোট ভাই তার আগেই পারিবারিকভাবে দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করে ফেলে!!! সেই ছোট ভাই বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলংকা দেশ বিদেশের বিভিন্ন সুন্দর সুন্দর স্থানে বউসহ সুন্দর সুন্দর ছবিসমগ্র নিয়মিতভাবে ফেসবুকে আপ করে গেলেও যতটুকু জানি সেই বড় ভাই খুব সম্ভবত এখনও অবিবাহিতই আছেন .....
২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৮
তিক্তভাষী বলেছেন: শুধু ৪নম্বরটা নিয়ে বলছি...অপরের সুখে সুখী হওয়াতেই মহত্বের পরিচয়!
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭
শিস্তালি বলেছেন: ধন্যবাদ
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
শিস্তালি বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২
সুমন কর বলেছেন: শুধু ৪নম্বরটা নিয়ে বলছি....বড়ভাইয়ের জন্য রইলো সমবেদনা।