নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
আমার স্ত্রী বিয়ের পর থেকে প্রতি বছর নিয়ম করে দুইবার রাগ করে বাপের বাড়ি চলে যায়... সর্বশেষ রাগ করে বাপের বাড়ি গিয়েছিল গত বছরের ডিসেম্বরে... তাই এইবছর জুন মাস আসার পর থেকেই আমার মনে কুডাক দিতে থাকে! কিন্তু অতি সাবধানী হয়েও শেষ রক্ষা হল না, জুন মাসের এগারো তারিখে ঠিকই তুচ্ছ একটা কারণে রাগ করে সে ফের বাবার বাড়ি চলে গেল। আজ ৩০শে জুন আর আগামীকাল আমার জন্মদিন। বিয়ের পর একবারও তাকে ছাড়া জন্মদিন পালন করিনি। তাই মান অভিমান ভুলে সকালে ঘুম থেকে উঠেই তাকে ফিরিয়ে আনতে ছুটে গেলাম। কিন্তু কি অদ্ভুত! তাকে ফিরিয়ে আনতে গিয়ে আমি নিজেই পথিমধ্যে না ফেরার দেশে চলে গেলাম ... যাক এবারও আমার জন্মদিন আর একা পালন করতে হবে না, সে নিশ্চয়ই আমাকে শেষ বিদায় দিতে আসবে ...
৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৪
শিস্তালি বলেছেন: হাহাহা ভাল বলেছেন আপনিও কি রেগুলার যান নাকি?
২| ৩০ শে জুন, ২০১৭ রাত ১:২৩
চাঁদগাজী বলেছেন:
না ফেরার দেশ মানে, আপনি কোন তরুণীর সাথে কোথায়ও চলে গেছেন?
৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৫
শিস্তালি বলেছেন: হায়হায় আমি এত খারাপ না পরকীয়া করব!!!
৩| ৩০ শে জুন, ২০১৭ রাত ১:৩৪
সচেতনহ্যাপী বলেছেন: সে অবশ্যই আসবে।।।। না এসে পারবে না।
৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৭
শিস্তালি বলেছেন: কিন্তু এরকম ফেরায় কোন লাভ আছে?
৪| ৩০ শে জুন, ২০১৭ রাত ২:৩৪
ওমেরা বলেছেন: ঢ্যাহা মিথ্যা কথা !! আপনি তো না ফেরার দেশে যান নাই !!
৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৯
শিস্তালি বলেছেন: কথা সইত্য
৫| ৩০ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এত অল্পে এত দারুন টুইষ্ট!!!!
মুগ্ধ!
++++
৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:৪২
শিস্তালি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই অনেকদিন পর ব্লগ লিখলাম মনটা ভাল করে দিলেন
৬| ৩০ শে জুন, ২০১৭ সকাল ১০:৪১
রায়হানুল এফ রাজ বলেছেন: আচ্ছা ভাইয়া না ফেরার দেশটা দেখতে কেমন???
৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৩
শিস্তালি বলেছেন: দেশটা কেমন তা এই দুনিয়ায় আপনার পুন্যের উপর নির্ভর করবে ভাই
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০১৭ রাত ১২:৫০
কানিজ রিনা বলেছেন: বউরা তো বাপেরই মেয়ে নাকি? তাই মিথ্যে
অজুহাতে রাগ দেখিয়ে বাবার বাড়ি যেয়ে
একটু আদর খেয়ে আসে। ধন্যবাদ।