নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
হুমায়ুন আজাদের ১৬তম মৃত্যুবার্ষিকীতে তাঁর ১৬টি প্রবচন:
***হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ-আগামী প্রকাশনী***
১) সুন্দর মনের চেয়ে সুন্দর শরীর অনেক আকর্ষণীয় কিন্তু ভন্ডরা বলেন উল্টো কথা।
২) ব্যর্থরাই প্রকৃত মানুষ, সফলেরা শয়তান।
৩) শৃঙ্খলপ্রিয় সিংহের চেয়ে স্বাধীন গাধা উত্তম।
৪)বুদ্ধিজীবিরা এখন বিভক্ত তিন গোত্রে- ভন্ড, ভন্ডতর, ভন্ডতম।
৫) পা, বাংলাদেশে মাথা থেকে অনেক বেশী গুরুত্বপূর্ণ। পদোন্নতির জন্য এখানে সবাই ব্যগ্র, কিন্তু মাথার যে অবনতি ঘটছে, তাতে কারো কোন উদ্বেগ নেই।
৬)একটি নির্বোধ তরুণীর সাথেও আধা ঘন্টা কাটালে যে জ্ঞান লাভ হয়, এরিস্টটলের সাথে দুহাজার বছর কাটালেও তা হয় না।
৭) অধিকাংশ সুদর্শন পুরুষই আসলে সুদর্শন গর্দভ, তাদের সাথে সহবাসে একটি দুষ্প্রাপ্য প্রাণীর সাথে সহবাসের অভিজ্ঞতা হয়।
৮) বিনয়ীরা সুবিধাবাদী আর সুবিধাবাদীরা বিনয়ী।
৯) দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, প্রতিটি প্রেমই প্রথম প্রেম।
১০) কবিতা এখন দুরকম- দালালি ও গালাগালি।
১১) জীবনের সারকথা কবর।
১২) সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে একদিন আমরা কেউ থাকব না।
১৩) মৌলবাদ হচ্ছে আল্লাহ্র নামে শয়তানবাদ।
১৪) প্রতিটি সার্থকতা প্রেমের কবিতা বোঝায় যে কবি প্রেমিকাকে পায়নি, প্রতিটি ব্যর্থ প্রেমের কবিতা বোঝায় যে কবি প্রেমিকাকে বিয়ে করেছে।
১৫) পুরষ্কার অনেকটা প্রেমের মত, দুএকবার পাওয়া খুবই দরকার, এর বেশী পাওয়া লাম্পট্য।
১৬) উন্নতি হচ্ছে ওপরের দিকে পতন, অনেকেরই আজকাল ওপরের দিকে পতন ঘটছে।
২| ১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখার সময় পারিপার্শ্বিক অবস্থা ও
ঘটনার কারনে অনেক প্রবচন এসে
যায় যা লেখক তার নিজের জীবনের
সাথে মিলায় না। একারণেই এগুলো
বাণী নয়।
৩| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: হুমায়ূণ আজাদ একজন জ্ঞানী মানুষ। প্রতিভাবান মানুষ।
৪| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:২৫
অন্তরা রহমান বলেছেন: প্রবচণগুচ্ছ আমার খুবই পছন্দের একটা বই। বার বার পড়ি। চিন্তাকে শাণিত রাখি।
৫| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩৫
শিস্তালি বলেছেন: এই বইটি আমারও খুব প্রিয়। ধন্যবাদ।
৬| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩৬
শিস্তালি বলেছেন: হতে পারে হয়তোবা
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৫
এস এম মামুন অর রশীদ বলেছেন: অনেক প্রবচন থেকেই মনে হয়, সেগুলো নাটুকেপনা, লেখার জন্য লেখা, অতিসরলীকরণ, সুচিন্তিত নয়। কিছু কিছু হয়তো ভালো।