নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
প্রতীক্ষা
চার দেয়ালেই জীবন বন্দী
বইয়ের সাথেই নিত্য সন্ধি,
আজ তবে বাইরে যেতে বারণ
যদিও দখিণা দুয়ার খোলা,
তাই রকিং চেয়ারেই দুলছে সময়
যেন জীবন মরণ দোলা!
ইচ্ছেডানায় চড়ে ভাবছি তখন
আবার স্বাধীনভাবে উড়ব যখন
কিন্তু কবে কোথায় কখন!
২০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৬
শিস্তালি বলেছেন: ধন্যবাদ কি দেয়া যায় বলুনতো
২| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: "তাই রকিং চেয়ারেই দুলছে সময়" - এ পংক্তিটা বড় চমৎকার লাগলো।
২০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৫
শিস্তালি বলেছেন: ধন্যবাদ আমার খুব প্রিয় রকিং চেয়ার
৩০ শে জুন, ২০২৩ সকাল ৮:৩৬
শিস্তালি বলেছেন: Life is swinging in the rocking chair chair as if Life is a death swing
৩| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৮
সিগনেচার নসিব বলেছেন: করোনাকালীন কাব্য ভালো হয়েছে।
একরাশ শুভেচ্ছা জানবেন।
২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৫
শিস্তালি বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন যেন তাড়াতাড়ি নেগেটিভ হই
৪| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৪
শিস্তালি বলেছেন: ধন্যবাদ। ভাল লেগেছে জেনে খুশী হলাম
৫| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শিস্তালি, আপনি একজন ট্যালেন্টেড এবং ক্রিয়েটিভ পোয়েট। এজন্য আমি মনে করেছি, আপনাকে এ সময়ে দু-একটা কথা বললে সেটা আপনার জন্য ভালো ফল দিবে হয়ত। আপনি হয়ত এগুলো জানেন, তবুও বলছি- কবিতা লেখার সময় বিশেষণগুলো ব্যবহারে সতর্ক থাকবেন, সবাই যেগুলো বেশি ইউজ করেন, আপনি সেগুলো পরিহার করুন। প্রতিষ্ঠিত কবিদের কবিতায় দেখুন, তারা কীভাবে শব্দ ব্যবহার করুন। ব্লগে যেহেতু আছেন কয়েকজনের নাম বলি- আহমেদ জী এস, ৎঁৎঁৎঁ, সোনালী ডানার চিল, জাহিদ অনিক, মাপোতোস- তাহলে কিছুটা আন্দাজ হবে।
আপনি এমনিতেও ভালো লেখেন। ডানার জায়গায় আমি কিছু দিতে পারবো না, দিলেও সেটা আপনার ভালো লাগবে না। আপনি নিজেই এরপর চেষ্টা কইরেন পরের কবিতাগুলোতে।
শুভেচ্ছা রইল।
২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৬
শিস্তালি বলেছেন: অনেক অনেক শুকরিয়াহ আপনার শুভ কামনা এবং সুন্দর পরামর্শের জন্য
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর। ইচ্ছের সাথে ডানা বাদ দিয়ে অন্য শব্দ খুঁজে দেখুন। ইচ্ছেডানা বহুল ব্যবহৃত শব্দবন্ধ।