নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে থাকিলে উপায় হয়, আমার কেবল উপায় থাকিলেই ইচ্ছে হয়

শিস্‌তালি

Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!

শিস্‌তালি › বিস্তারিত পোস্টঃ

জাইবিবির দিনলিপি

০২ রা জুন, ২০২৩ বিকাল ৫:৪০

চৌদ্দ মাস বয়সী উমাইর বাসায় থাকলে আমাকে পড়তে দেয়না, কোলে উঠে হুটহাট ঠাশ করে ল্যাপটপ বন্ধ করে দেয় কিংবা বই ছিড়ে অথবা খাতায় আঁকাআঁকি করে। তাই এক মগ ক্যাপাচিনো বানিয়ে বউকে সেটা খাইয়ে বললাম, যাহ্ সিমরান যাহ্ জিলেহ আপনে জীন্দেগী, এরপর বউবাচ্চাকে দুপুরে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলুম.. উদ্দেশ্য মহৎ খালি বাসায় একা একা ইকোনমিক্স পড়ে দুনিয়া উল্টায় ফেলব কিন্তু এখন লাঞ্চের পর লম্বা ঘুম শেষে উঠে দেখি এক আজিবসা ইত্তেফাক!
খালি বাসায় উমাইরের দুষ্টামি মিস করছি বলে এখন আমার বই খুলতেই ইচ্ছা করছেনা কারণ আমার মন বসেনা পড়ার টেবিলে
ঐদিকে এক নিউলি ম্যারিড ছোট ভাই জানতে চেয়েছিল, শেষ মুহূর্তের স্বল্প প্রস্তুতিতে ইকোনমিক্সে ভাল করবার জন্য কি করতে হবে?
আমার নিজের প্রিপারেশনের অবস্থাই কেরোসিন আর আমি কিনা দিব এক্সাম টিপস, তারপরও আমার যেহেতু আছে একটা উপকারি মন তাই বলে দিলুম, বাপ আর যাই করিস ফ্রাইডে নাইটে ইয়ে করিসনা কারণ শনিবার সকালে ঘুম থেকে উঠেই এক্সাম!
আমার ধারণা ইকোনমিস্টরা সব বেরসিক প্রকৃতির ছিলেন নাহয় জগতে এত বৈচিত্র্যময় সব কার্ভ থাকতে ইন্ডিফারেন্স কার্ভ, আইসোকোয়ান্ট/আইসোকস্ট কার্ভ, ডিমান্ড/সাপ্লাই কার্ভের মত বোরিং আর ফালতু সব কার্ভ নিয়ে দিনরাত গবেষণা করবার কথা নয়... এই ব্যাপারে কবি বলেছেন,
প্রোডাকশন পসিবিলি কার্ভ, কার্ভ নয়
আরও কার্ভ আছে...
সেই কার্ভকে চিনিতে হইলে
যাও তাহার কাছে!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২৩ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.