নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুরে বেড়ানো, ছবি তোলা, সাইকেল চালানো আরো আনেক কিছু
আমি ভ্রমণ পছন্দ করি, তাই ভ্রমণ বিষয়ক লিখা বা ছবি দেখলে একটু চোখ বুলাই। বাসায় প্রথম আলো রাখে সেই সুবাদে ভ্রমণের পেইজ আসে নকশাতে। আজকের (৭-১-১৪) নকশায় বেড়ানো পাতায় চোখ আটকে গেল। /হলুদ রঙে মাঠ সেজেছে/ এই লিখাটা কোথাও পড়েছি বা দেখিছি মনে হলো। পুরো পাতা জুড়ে ছবি আর অল্প লিখা। পত্রকিার রেক থেকে আগের সপ্তাহের নকশাটা বের করলাম, একদম হুবুহু সেই লিখা শুধু সেদিন বিজ্ঞাপন এর অংশটা একটু বেশি ছিল। সেই একই ছবি আরও একটু বড় করে এই সপ্তাহে ছাপা হলো। পাঠকরা কি কিছু মনে রাখে না ! আর লেখক বা লেখার এতই সংকট পড়ে গেল যে পরপর দুই সপ্তাহে একই লেখা ছেপে দিতে হল। এখানে লেখককে খুশি করা হলো নাকি পাঠকদের ফাঁকি দেওয়া হলো নাকি পাতার সম্পাদক নাকে তেল দিয়ে ঘুমান তা বোধগম্য হলো না।
Click This Link
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪
পেইচিং বলেছেন: ওরে মতি, কাইল রাইতে কি বেশি গিলছস নাকি?! এইডা কেম্নে অইলো?