নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জয়ী নই, আমি পরাজিত নই।

তোমার অপেক্ষায় কেটে যাবে দিনের পর দিন, বছরের পর বছর। হয়তো একদিন জানব কিংবা জানব না যে তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না............।

স্বপ্নরাজ্য

আমি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে আমার কোন মিল নেই...!!

স্বপ্নরাজ্য › বিস্তারিত পোস্টঃ

প্রমান কর যে, মেশিনের কর্মদক্ষতা শুন্য। (১৮+ হলেও হতে পারে :P:P:P;);))

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

আমরা জানি, মেশিনের কর্মদক্ষতা ŋ= W(মেশিন দ্বারা কাপড় নষ্টের হার) / Q (মেশিনের শক্তির হার)



:P



:P



:P



:P





কোন মেশিনের কর্মদক্ষতা ৫% বলতে বুঝায়, মেশিন ১০০ একক হারে শক্তি সরবরাহ করলে ৫ একক শক্তি কাজে লেগে কাপড় নষ্ট করে এবং (১০০-৫) = ৯৫ একক শক্তি অপচয় হয়। যেহেতু, মেশিনের কাপড় নষ্টের পরিমান খুবই কম এবং শক্তি অপচয়ের পরিমান ৯৫ তাই মেশিন কিছু সময় পরেই ক্লান্ত হয়ে পরবে। এছাড়াও এই ধরনের মেশিন চালানোর জন্য যে পরিমান বাহ্যিক উপকরন যেমন, ডিজেল, অকটেন ব্যাবহার করা হয় তা মেশিন থেকে বেরিয়ে যাবে।



উপরের আলোচনা থেকে বুঝা যায় যে, এই মেশিনের কর্মদক্ষতা নাই বললেই চলে। এই ধরনের পুরানো মেশিন ব্যাবহার করার আগে পুরানো মালিকের সাথে যোগাযোগ করাই উত্তম।



সুতরাং, এই কথা সহজেই বলা যায় যে মেশিনের কর্মদক্ষতা ০ অর্থাৎ নাই ।



(প্রমানিত)

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

অচেনা_ শুভ বলেছেন: :)

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

স্বপ্নরাজ্য বলেছেন: :D :D :D

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

রিওমারে বলেছেন: আপনি কি ৭৫০ ইঞ্চি মেশিনের কথা বলতে চাইছেন?? :-P :-P :-P

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

স্বপ্নরাজ্য বলেছেন: :P :P :P

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

নেংটি ইদুর বলেছেন: ওরে লুলরে লুল :D
আপনার জন্যই লুলফোরাম অয়েটিং :!>

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

স্বপ্নরাজ্য বলেছেন: লাল গালিচা কই.........?? এভাবে আমারে অপমান করলেন, আপসুস ।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

শূন্য পথিক বলেছেন: আম্রিকার সাথে যোগাযোগ করেন... আপনার মতদের খুঁজে!! :P :P :P :P

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

স্বপ্নরাজ্য বলেছেন: আম্রিকার ঠিকানাটা একটু দেন, ট্রাই মাইরা দেখি কিছু করতে পারি নাকি । :P :P :P

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

মাক্স বলেছেন: :P:P:P:P

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

স্বপ্নরাজ্য বলেছেন: :P :P :P :P

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

আব্দুর রহ্‌মান বলেছেন: ম্যেশিনের ডায়া এবং লেংথ কত হলে কর্মদক্ষতা ১০০% হবে?

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

স্বপ্নরাজ্য বলেছেন: এই কথা আমাকে জিজ্ঞেস না করে সানি আপুকে জিজ্ঞেস করেন। তাহলে কর্ম দক্ষতার সাথে শব্দের হারের কি সম্পর্ক তা জানতে পারবেন। :P :P :P

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

ড. সপ্তম বলেছেন: :P :P

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

স্বপ্নরাজ্য বলেছেন: :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.