![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে আমার কোন মিল নেই...!!
আমার সমস্ত দিন আর রাত্রি জুড়ে-
শুধু তোমাকেই পাবার বাসনা,
আকাশে পূর্ণিমার চাঁদ; বাতাসে ফুলেল সৌরভ,
তবু যেন কিসের অপূর্ণতা।
ধূসর পথ মন্থর মুহূর্ত পার হয়ে এলাম,
তোমায় দেখব বলে,
আজ আমার দৃষ্টি সীমানায় তুমি,
তবু অসহ্য অন্ধকারে শিকারি চোখে খুঁজে ফিরি।
ঘুমহীন চোখে যখন আমি ক্লান্ত চোখ বুজি-
বারে বারে চমকে উঠি,
শুধু তোমায় মনে পড়ে,
শুধু তোমাকেই সত্য মানি।
তোমার জন্যই বেঁচে থাকা,
মিছে অপেক্ষার প্রহর গোনা,
কোন একদিন জড়িয়ে নিবে আমায়-
পূর্ণ করে দিবে এ অতৃপ্ত হৃদয়,
শুধু এ অপেক্ষা.....................
১২ ই মে, ২০১৩ বিকাল ৪:০৫
স্বপ্নরাজ্য বলেছেন: দোয়া করবেন যাতে এই অপেক্ষা খুব তাড়াতাড়ি শেষ হয়।
অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনার মন্তব্যের জন্য।
২| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২৬
একজন আরমান বলেছেন:
তোমার জন্যই বেঁচে থাকা,
মিছে অপেক্ষার প্রহর গোনা,
কোন একদিন জড়িয়ে নিবে আমায়-
পূর্ণ করে দিবে এ অতৃপ্ত হৃদয়,
শুধু এ অপেক্ষা.....................
শেষের মতো শেষ হয়েছে। দারুণ।
১২ ই মে, ২০১৩ বিকাল ৪:০৭
স্বপ্নরাজ্য বলেছেন: বাস্তবেও যেন শেষের মত শেষ হয় দোয়া করবেন ভাইজান। আর অপেক্ষা ভালো লাগে না
৩| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:৩২
শিপু ভাই বলেছেন:
অপেক্ষায় থাকো ভাল কথা তয় না পাইলে হতাশ হইও না!!!
++++++++++++
১২ ই মে, ২০১৩ রাত ৯:৩৯
স্বপ্নরাজ্য বলেছেন: ভাই অলরেডি হতাশার মধ্যেই আছি.......
প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ
।
৪| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৪২
আমিনুর রহমান বলেছেন:
+++
১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:২৭
স্বপ্নরাজ্য বলেছেন: প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইজান ........
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২২
স্বপনবাজ বলেছেন: কোন একদিন জড়িয়ে নিবে আমায়-
পূর্ণ করে দিবে এ অতৃপ্ত হৃদয়,
শুধু এ অপেক্ষা.....................