নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আমি, আমার বন্ধু আর বাইসাইকেল

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৪



বন্ধু,
অনেকদিন তোর হাত ধরে হাঁটা হয়না
তোর বাইসাইকেলের পিছে বসে পড়তে গিয়েছি,
সেতো অনেক আগের কথা!
তোর বাইসাইকেলের অবশিষ্ট বলে আর কিছু নেই আজ।
শুধু স্বপ্নে দেখা পাই মাঝে মধ্যে!

বন্ধু,
অনেকদিন তোর পাশাপাশি হাঁটি না!
তোর দেয়া কবিতার খাতার অধিকাংশ পৃষ্ঠা,
আজো ফাঁকা পরে আছে!
কিন্তু তুই একদিন বলেছিলি,
আমি নাকি পৃথিবীর সবচে আধুনিক কবি,
শুধু নির্মলেন্দু গুণ আছেন বলেই, আমার নাকি
পঞ্চাশ বছর পরে জন্মানোর কথা ছিল!!!
হা হা হা...বন্ধু আমি এখনো হাসি!
আমি জানি, আমার সস্তা লেখা গুলো
কাগজের দরেও বিক্রি হবে না কোনদিন!
ফুটপাতে পড়ে থাকা আধা পেটা মানুষ গুলো মাথা তুলে দাঁড়াবে না!
সবার ঘরে তিনবেলা ঊনুন জ্বলবে না কোনদিন।
যুবতীর জীর্ণ শরীরে সাথে সাথে ছিঁড়ে যাবে
অনেকদিন আগেকার পুরনো ব্লাউজ!

গ্রাম দেশে শুকনো পাতায়
যে আগুন জ্বলনোর কথা ছিলো
তা আজো জ্বালাতে পারিনি!
শুধু নিজেই জ্বলেছি
পুড়েছি
ক্ষয়েছি, কিন্তু
পোড়া মাটি হতে পারিনি!

বন্ধু,
তোর সাইকেলের টুং টাং শব্দে
ঘুম ভেঙ্গে যায় মাঝ রাতে।
আমি জেগে থাকি, টুং টাং শব্দ অনেকদূরে মিলিয়ে যায়
শুধু আমার টাটকা স্মৃতি গুলো পরে থাকে।
বন্ধু,
আমার আর ধান ক্ষেতে একা একা হাঁটা হয় না!
শুধু ভয় হয়, হাত ধরার কেউ থাকে না।
লাশ দেখি, শুধু লাশ
ধান ক্ষেতে পড়ে থাকা
জমাট বাধা রক্ত আর লাশ!

বন্ধু,
তিলে তিলে গড়া যে
মানবিক বোধ, নিকোটিনের মতো জমিয়ে রেখেছি এতোদিন।
আমি জানি, আমার ঝাঁকড়া চুলে
মাতম তুলবে একদিন...দেখিস !
আমি শুধু সেইদিনের অপেক্ষায় আছি।
শুধু বন্ধু, শুধু
দাড়ি, কমা, সেমিকোলনের
মানে জানা হয়ে ওঠেনি এখনো!!

ব্লগে প্রকাশ :
১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৫
ছবি: ইন্টারনেট


মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৭

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক ভাল লাগল!

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: নিকোটিন !!! ???

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সিগারেট খেলে বুঁকে নিকোটিন জমে পরোতে পরোতে।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বন্ধু জীবনে অনেক কিছুই করা হলো না
শুধু ভাবা হলো.............................

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভেবেই গেলাম শুধু।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৫

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ জানবেন।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




স্বপ্নবাজ সৌরভ ভাই,
প্রয়োজন ফুরিয়ে গেলে অনেকের জীবন আপনার এই সাইকেলটির মতোই অবস্থা হয়। বাস্তব ভয়ঙ্কর।।




৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ইন্টারনেট থেকে খুঁজে পাওয়া ছবিটারকে কি নিদারুন উদাহরণ স্বরূপ দাঁড় করলেন (আমার নাম সহ ) । ধন্যবাদ আপনাকে।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা। ভাষা সুন্দর।
আমার আফসোস হয় আমি কেন আপনার মতোন কবিতা লিখতে পারি না।

৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দিলেন তো মনটা খারাপ করে। শুভ সন্ধ্যা রাজীব ভাই। চা খাবেন ? অনেকদিন চা খায় না।

৮| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

কিরমানী লিটন বলেছেন: এক কথায় - অসাধারন.....

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয়। মন্তব্যে অনুপ্রাণিত ।

৯| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪০

মুক্তা নীল বলেছেন:
কবিতার গভীরে এক শূন্যতার ভাষা । অনেক আগের
কবিতা পড়ে ভালোই লাগলো ++

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গভীর শূন্যতা আছে। ভালো বলেছেন। কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো । পুরনো লেখা গুলো ঝালাই করে নিচ্ছি । ধন্যবাদ আপনাকে ।

১০| ০২ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

মলাসইলমুইনা বলেছেন: আমার গদ্যময় শৈশবে সাইকেল ছিল না তাই সাইকেলের পেছনে কাউকে বসিয়ে মাস্টার মশাইয়ের কাছে যাবার সুযোগ হয়নি ।কিন্তু তবুও নস্টালজিক হলাম কেন যেন কবিতা পড়ে । সুন্দর ।

০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনাকে অনেকদিন পর পেলাম । সেই সোভিয়েত শৈশবে হারিয়ে গেছিলাম। ভালো থাকবেন । অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.