নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সদয়চিত্তকে দুর্বলতা ভেবোনা,ভেতরের জন্তুটা ঘুমিয়ে আছে,মরেনি!!!

সপ্তাংশু

...আমি আফসানা রশীদ... খুবই সাধারণ একটি মেয়ে যার কিছু অসাধারণ স্বপ্ন আছে!!!!

সপ্তাংশু › বিস্তারিত পোস্টঃ

নির্জনতা ও সঙ্গী : আমার এলোমেলো ভাবনার বিষয়

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৭


চোখ বন্ধ করে Guns N'Roses এর 'November Rain' গানটা শুনছিলাম, এ গানটা আজই প্রথম শুনলাম তা নয়, বহুবার শুনেছি কিন্তু আজকে গানের কথাগুলোর কিছুটা উপলব্ধি করার চেষ্টা করলাম নিজের মত করে!
কিছু কিছু লাইন এত চমৎকার, যেন মনে হচ্ছিল আমাদের প্রত্যেকের জীবন আসলে একই রকম ছকেই বাঁধা,সেটা পৃথিবীর যে কোন প্রান্তে থাকা মানুষের জন্যই প্রযোজ্য! যদিও এটি ভালবাসা কেন্দ্রিক গান কিন্তু আমি একে জীবন বা বাস্তবতাকেন্দ্রিক ভেবে কাল্পনিক অর্থ খুঁজে নিলাম!
গানের কিছু কথা ছিল এরকম-
"Do you need some time on your own?
Do you need some time, all alone?
Everybody needs some time on their own
Don't you know you need some time, all alone?"
গানের এ লাইন গুলোতে আমি খুঁজে পেলাম কেন মানুষ মাঝে মাঝে নির্জনতাপ্রিয় হয়ে ওঠে! লাইফে প্রতিনিয়ত আসা বাধা-বিপত্তি,চাওয়া-পাওয়া,হতাশা,প্রতিবন্ধকতা ইত্যাদির হিসেবের গড়মিল হলে মানুষ ক্ষনিকের জন্য হলেও একা থাকতে চায়....চায় সব কিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যেতে....কিন্তু এই ব্যস্ত দুনিয়ার যাবতীয় সমস্যা সমাধান না করে পালানোর জন্য কিন্তু সে এমনটা করে না!
শুধুমাত্র নিজের চিন্তার জগতকে আরো বিস্তৃত করতে, নিরিবিলিতে বেসামাল জীবনের কিছু পাতার হিসেব কষতেই তার এমনটি চাওয়া! তাইতো প্রতিটি মানুষেরই প্রয়োজন একান্ত কিছু সময় শুধুই নিজের মত করে কাটানোর জন্য, শুধুই তার চিন্তাশক্তিকে শান্তভাবে হিসাব মেলানোর কাজে ব্যয় করার জন্যে! সেই সময়টুকুতে তাকে কোনভাবেই বিরক্ত করা যাবেনা বা করা উচিৎ নয়। তাকে নিজের মত ভাবতে দিতে হবে ;সেটা দিনের মধ্যে মাত্র ১৫মিনিট বা ঘন্টাখানেকই হোক না কেন! ব্যস্ততার মাঝে যদি এমন সুযোগ পাওয়া যেত, কি দারুন হতো তাইনা?
আবার গানের কিছু কথায় ফিরে যাই-
"Don't ya think that you need somebody
Don't ya think that you need someone
Everybody needs somebody
You're not the only one
You're not the only one.."
মানুষ কি একা বাচঁতে পারে? হয়ত পারে,কিন্ত তা কিছু সময়ের জন্য,সারা জীবনের জন্য নয়! অন্তত আমি তাই মনে করি! লাইফের প্রতিটি স্টেজেই আমরা পাশে একজন মানুষকে চাই, সে হতে পারে একজন ভালো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী! যে আমাদের ভালো-খারাপ প্রতিটি সময় পাশে থাকবে,আমাদের শক্তি,আস্থা বা বিশ্বাসের ভিত্তিকে গড়ে তুলবে,প্রেরণা যোগাবে!
হয়ত এই মুহূর্ত আমি একা কাটাতে চাই ঠিকই,কিন্তু পরবর্তীতে কেউ আমার পাশে থাকুক আমি অবশ্যই এটা চাইব! অবশ্য শুধু স্বার্থপর এর মত আমি তাকে পাশে চাইবো তা কিন্তু নয়, তার পাশেও আমি থাকবো,আমাকে যে থাকতেই হবে তার পাশে, তা না হলে আমার নিজের অস্তিত্বই হয়ত বিলীন হয়ে যাবে সময়ের স্রোতে! তাই লাইফের যে কোন স্টেজে এসে পাশে কাউকে চাওয়ার মধ্যে লজ্জার কিছু নেই! কেননা গানের কথায় আছে,"প্রত্যকেই কাউকে না কাউকে চায়, তুমিই একমাত্র নও!"

তাছাড়া নিজের একাকীত্ব ঘোচাতে একজন সঙ্গীনীর অভাব স্বয়ং আদি পিতাও কিন্তু অনুভব করেছিলেন,তাই নয় কি? তাইতো আজও আমরা নির্জনতাকে উপভোগ করলেও, একাকীত্বকে ভয় পাই, শূন্যতাকে ভয় পাই....এবং চাই আজীবন শক্ত করে ধরে রাখার মত একটা হাত! চাই বন্ধুর পথে চলতে সাহায্যকারী একজন সঙ্গীকে, চাই অন্ধকারে আলোর দিশারী হোক কেউ না কেউ, চাই নির্জনতায় সাথে চুপটি মেরে বসে থাকুক কেউ একজন....এবং কেটে যাক যুগের পর যুগ...!!

November Rain গানের লিংক: https://youtu.be/8SbUC-UaAxE

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০২

মিথী_মারজান বলেছেন: একা একা জীবনটাকে বয়ে নিয়ে বেড়ানোটা খুব কঠিন।
সাথে কে থাকবে ব্যাপার না তবে তার বন্ধুত্বপূর্ণ আচরণ জীবনটাকে সহজ ও সুন্দর করে তুলতে খুব সাহায্য করে।

সুন্দর করে লিখেছেন
যাইহোক, নিঃসঙ্গতা দূর হোক।
শুভ কামনা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২০

সপ্তাংশু বলেছেন: ধন্যবাদ।
এদিক থেকে আমি সত্যি ভাগ্যবান। আমার বেশকিছু ভালো বন্ধু আছে যারা আমাকে নিঃসঙ্গতা কি বুঝতেই দেয়না। তাদের ছাড়া জীবন কল্পনাও করতে পারিনা!
ভালো থাকবেন।শুভ কামনা রইল!

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২৮

জাহিদ অনিক বলেছেন: আমার খুব ভাল লাগে যখন কেউ একটা গান শুনে কিংবা একটি কবিতা পড়ার পরে নিজের মধ্যে আন্দোলিত হয়ে নিজেও কিছু বলতে চায়।

নভেম্বর রেইন' এর উপর আপনার বিশ্লেষণ খুব ভালো লাগলো।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৫৮

সপ্তাংশু বলেছেন: ধন্যবাদ।
গান শুনে সেটা নিজের মত করে বিশ্লেষণ করতে আমার খুব ভালো লাগে। আমি প্রায়ই এই কাজটা করে থাকি।
কবিতাও পড়া হয়,তবে সেগুলো বিশ্লেষণ করার মত সাহস হয়নি!

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: আপনি কি বিষন্ন সময় পার করছেন?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

সপ্তাংশু বলেছেন: নাহ, তবেবিষণ্ণ সময় পার করে এসেছি! এ লেখাটা সেরকম একটা সময়েই লেখা কিন্তু ব্লগিং থেকে দূরে ছিলাম তাই পোস্ট করা হয়নি।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৫

কালীদাস বলেছেন: স্লাশের সোলোটা মনটা কেমন জানি করে দেয়। অতীব চমৎকার একটা কম্পোজিশন সবকিছু মিলিয়ে।

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫

সপ্তাংশু বলেছেন: একমত!
স্ল্যাশের এই সলো অংশটার জন্যই বরং সবাই বারবার এই মিউজিক ভিডিওটি দেখে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.