নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সদয়চিত্তকে দুর্বলতা ভেবোনা,ভেতরের জন্তুটা ঘুমিয়ে আছে,মরেনি!!!

সপ্তাংশু

...আমি আফসানা রশীদ... খুবই সাধারণ একটি মেয়ে যার কিছু অসাধারণ স্বপ্ন আছে!!!!

সপ্তাংশু › বিস্তারিত পোস্টঃ

কবিতা: মুক্তির অবসান

২৪ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩৭

আমি বিষন্ন প্রাণ এক!
আমি ক্লান্ত প্রাণ এক!
আমি দগ্ধ প্রাণ এক!
সমাজের লোকেদের কথার উত্তাপে,
তিলে তিলে জ্বলেছি পুড়েছি প্রচুর!
ভেবেছিলাম এতেই বুঝি সমাপ্তি রচিত আমার।
জ্বলতে জ্বলতে যখন মৃতপ্রায়-ক্লান্তপ্রায় এই আমি মুক্তির প্রহর গুনছি,
ঠিক তখনই আকস্মিক এক বিস্ফোরণে;
নিজের মধ্যকার সুপ্ত অগ্নিশিখা যেন চারিদিকে বিচ্ছুরিত হতে লাগলো!
হতবাক-নির্বাক এই আমি তবে সত্যি পেতে চলেছি নতুন জীবনের সন্ধান?
সেদিনের সেই ভয়মিশ্রিত আনন্দের ব্যাকুলতা-
প্রকাশ পেয়েছিল কম্পিত চোখের কোণায় জমে থাকা কতগুলো অশ্রুবিন্দুতে!
তবে এ অশ্রুবিন্দু কোন বেদনার বহিঃপ্রকাশ নয়;
এ অশ্রুবিন্দু কালো অতীত হতে নিজেকে মুক্ত করার উচ্ছ্বাসে!
এ অশ্রুবিন্দু কোন প্রিয়জন হারানোর ব্যথায় নয়;
এ অশ্রুবিন্দু ধূলিসাৎ জীবনের পুনরুত্থান ঘটায় সুখের অনুভূতি মাত্র!
আর অবশেষে এ অনুভূতিই আমাকে দিয়েছে-
বেঁচে থাকার শক্তি,
দিয়েছে এক নতুন প্রাণ!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০২

রিয়াজুদ্দিন বলেছেন: ভালো লিখেছেন। ভালো লাগলো। ধন্যবাদ...।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭

নজসু বলেছেন:



হতাশা আর আনন্দ মিশ্রিত এক কবিতা।
যে যাবার সে চলে যাক।
সে আসছে তাকে স্বাগতম জানানোই উত্তম।
কবির পূর্বের কষ্টগুলো বর্তমানের আনন্দে ভরে যাক।

ভালো লেগেছে কবিতা।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.