নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সদয়চিত্তকে দুর্বলতা ভেবোনা,ভেতরের জন্তুটা ঘুমিয়ে আছে,মরেনি!!!

সপ্তাংশু

...আমি আফসানা রশীদ... খুবই সাধারণ একটি মেয়ে যার কিছু অসাধারণ স্বপ্ন আছে!!!!

সপ্তাংশু › বিস্তারিত পোস্টঃ

কবিতা: আকাঙ্ক্ষিত চিরমুক্তি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮

অথৈ জলে বহুবার নিজেকে ডুবোতে চেয়েছি সত্যিই!
অজস্রবার ক্ষনিকের জন্য ডুবতে ডুবতেও ভেসে উঠেছি।
অজস্রবার স্রোতের অতলে হারিয়ে যেতে যেতেও যাইনি!
কোন এককালে চারিদিকে স্পর্শ ও অনুভব করেছি অফুরন্ত জলের আধার,
কিন্তু তৃষ্ণা নিবারণের মত বিন্দুমাত্র জল শেষমেশ কোথাও খুঁজে পাইনি!
অনিশ্চিত জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে আমি এক ক্লান্তপ্রাণ আজ;
বেঁচে থাকতে হয় তাই নিজের সাথেই যেন যুদ্ধ করে বাঁচার চেষ্টা করছি প্রতিনিয়ত,
আজও প্রতিটি নিশ্বাসে- প্রশ্বাসের মধ্যে যেন শুনতে পাই করুন এক আদিম আর্তনাদ!
হে অবুঝ ফুসফুস আমার!
তুমি কি কখনোই শুনতে পাওনা তোমারই সৃষ্টিসঙ্গী রক্তাক্ত ও ক্ষতবিক্ষত এ হৃদয়খানির-
ধুঁকে ধুঁকে কম্পিত হৃদস্পন্দনের সেই করুন আকুতিগাঁথা?
হায় ফুসফুস! যদি বিন্দুমাত্র অনুভবই করতে তুমি,
তবে জানি; বহুকাল আগে স্বচ্ছন্দেই ত্যাগ করতে বাক্সবন্দি সেই শেষ নিঃশ্বাস টুকুন আমার।
আর সেই ত্যাগের বিনিময়ে পেতাম আমি অমুল্য মুক্তি!
পেতাম আমার দীর্ঘপেক্ষার শেষ সেই প্রাপ্তিটুকু!
যার নাম দিলাম,'আমার বহুল আকাঙ্ক্ষিত চিরমুক্তি!'

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: অভিজ্ঞতা থেকে লেখা কবিতা।
সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.