![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
“চাঁদনী রাত – হালকা বাতাস – খোলা ছাদ আর সামনে বহু কাংখিত প্রেয়সী , আর কি চাই এক জীবনে” , স্বস্তির মুচকি হাসি সাদীর মুখে ।ছাদের এক কোনায় লাল আকর্ষণীয় নাইটিতে এলোচুলে উল্টো দিক ঘুরে দাঁড়িয়ে আছে স্বর্গের অপ্সরা মাধুরী ।
সাদী : নাম ত বুঝে শুনেই রেখেছে দেখছি , মাধুরীর মতই রুপসী তুমি । কথা বলছ না কেন ??
কোন জবাব নেই । নাহ আর অপেক্ষা করা যায় না । বিয়ের প্রথম রাতেই এত ঢং সহ্য হচ্ছে না সাদীর । হেঁটে হেঁটে ছাদের কোনায় এগিয়ে যায় সে, হাত রাখে মাধুরীর কাঁধে, দুই কাঁধে হাত রেখে মাধুরীকে ঘুরিয়ে দেয় নিজের দিকে । এক সেকেন্ড পরেই সাদীর চিৎকার “রিতু তুমি??এখানে কেন?” হঠাত নিচে তাকিয়ে দেখে শূন্যে দাঁড়িয়ে আছে সে , আর তারই মত শূন্যে দাঁড়িয়ে রিতু । আচমকা বাতাসে খেই হারিয়ে নীচে পরে যাচ্ছে সাদী .................
ঘুমটা ভেংগে গেলো সাদীর । এমনিতেই সারাদিন ধকল গেলো , বিয়ে-উকিল হাবিজাবি কত কি, তার উপর,নতুন বাসা নতুন বিছানায় ঘুমাতে দেরি হয়েছে তার উপর সকাল ৮ টার ফ্লাইট ধরতে হবে । রিতু স্বপ্নেও আরামে থাকতে দেবে না দেখছি , কুত্তিটা জ্বালিয়ে মারলো । ভোর ৫.১০ বেজে গেছে । এখন ঘুমালে ফ্লাইট মিস হতে পারে, হানিমুন বলে কথা ।প্রথম বিয়েতে হানিমুনে যায়নি সাদী , তাই ২য় হানিমুনের স্বপ্নে বিভোর সে । “তখন টাকা পয়সা কম ছিল,ফকিন্নী কুত্তির বাপও হানিমুনের টাকা দিলোনা, কক্সবাজার ও যেতে পারলাম না, এখন শালা এশিয়া আর অস্ট্রেলিয়া ট্যুর” তৃপ্তির ঢেঁকুর তোলে সাদী । মাধুরীর আজব শখ হানিমুন পাতায়া হিলটনে করতে হবে আর হানিমুনের আগে সাদীর ঘরে আসবেনা সে , এই লাক্সারী মেটাতেই বিয়ের রাতে একা থাকতে হল সাদীকে । বিয়েতে গুলশানের এই ৫০০০ স্কয়ার ফুটের ডুপ্লেক্স ফ্ল্যাট টা গিফট পেয়েছে সাদী, ফুল ফারনিশড , নতুন ড্রেস থেকে টুথব্রাশ পর্যন্ত কি নেই এখানে, এমন কি তিনজন সারভেন্ট আর একজন ড্রাইভার ও আছে । কলিং বেল টেপে সাদী , একজন হাজির ২ মিনিটেই । “আহ কি সুখ ! রিতুকে ঝেটিয়ে বিদায় না করলে এই সুখ কোথায় পেতাম? মাধুরীকে বিয়ে করিনি আলাদীনের চেরাগ পেয়েছি” ।
ঠিক ওই সময় ঘরের এক কোনায় দাঁড়িয়ে হাসছে ইবলিশ শয়তান । সাদীকে দিয়ে গর্হিত কাজ গুলি সেই করিয়েছে, আজ সাদীও পাপের সাগরে নিমজ্জিত । এখন আরেক জায়গায় যেতে হবে শয়তানকে ।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
রাইসুল ইসলাম রাণা বলেছেন: শুভ ব্লগিং
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫১
সুকন্যা ইলোরা বলেছেন: আমি শুধু চেষ্টা করছি মাত্র
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
নাজমুস সাকিব রহমান বলেছেন: গল্প হিসেবে অসাধারণ। ইবলিশ ঘরের এক কোণায় দাঁড়িয়ে হাসছে - এই লাইনটা অর্থবহ এবং সমাপ্তির জন্য অসাধারণ, তাই এটুকুই গল্প হিসেবে নিচ্ছি। ভালো থাকুন।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৮
সুকন্যা ইলোরা বলেছেন: গল্পটি শেষ হয়নি, এর মাঝে কঠিন সত্য লুকিয়ে আছে
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ ব্লগিং , চালিয়ে যান একদিন আরো ভালো করবেন ।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৯
সুকন্যা ইলোরা বলেছেন: সবে ত শুরু
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০২
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৯
সুকন্যা ইলোরা বলেছেন: শুধুই চেষ্টা
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
সুকন্যা ইলোরা বলেছেন: কাচা হাতের লেখা , গল্পের দ্বিতীয় অংশ লিখছি