নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথার মৃত্যু হয়না, স্বপ্নের অপমৃত্যু হয়। যেখানে স্বপ্নের শেষ, সেখানে ছায়ামূর্তিরাও কথা বলে... ©️ শুভ্রকথা - শুভ্রর দিনলিপি
অপরাজিতার কোল আলো করে শুভ্র হাসি হেসে তুমি আসবে
তুমি আসবে বলে আজো নির্ঘুম রাত আমাকে গ্রাস করে
বিশ্বাস করো রাজকন্যা আমার, কোনো ক্লান্তি আমাকে গ্রাস করেনা
শুধু একরাশ দুশ্চিন্তা আমাকে ঘিরে রাখে।
:
তুমি আসবে বলে বাতাসকে আমি মুক্ত হতে বলি
বাতাসটাও আজ বন্দী হয়ে গেছে, ভারী হয়ে গেছে
বিষাক্ত মানুষদের বিষ নিঃশ্বাসে
আমি তোমার জন্য সবুজ প্রান্তর খুঁজি।
:
আমি ছুটছি আমি খুঁজছি হাজার হিংস্র পশুর ভিড়ে
একটু মুক্ত বাতাস, তুমি যেথা প্রাণ খুলে হাসবে
একটি স্বাধীন পথ যেথা শিউলি ফুলের গালিচা
হাজার রাত্রির শুভ্রতা তোমাকে পথ দেখাবে।
:
আমি ভীরু-কাপুরুষ, আমি সাহসী নই
সভ্যতাহীন সমাজে আমি সভ্য নই
তোমার মুক্ত বিকাশের জন্য তবু লড়াই চালাবো আমি
সমস্ত জঞ্জাল ভেদ করে আনবো শুভ্র আলো।
:
যে আলোয় ঝলসে যাবে, হায়েনাদের চোখগুলো
মুক্ত পৃথিবীতে শুভ্র পরীর বেশে তুমি পথ চলবে
আমার রাজকন্যা তুমি মানবেনা হার করবেনা মাথা নত
মানবিক মানুষ হয়ে গড়ে নিও তোমার আত্মপরিচয়। ©️ ©️ শুভ্রকথা - শুভ্রর দিনলিপি
২| ০৯ ই মে, ২০২৩ দুপুর ১:২৫
কিরকুট বলেছেন: আপনার রাজকন্যার প্রতি আমার স্নেহ দেবেন ।
১৩ ই মে, ২০২৩ রাত ১০:৪৪
শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: আপনার স্নেহ আপাতত ভবিষ্যতের জন্য তুলে রাখলাম। এখন দায়িত্ব বেড়ে গেলো, অপরাজিতাকে খুঁজে পেতে হবে।
৩| ০৯ ই মে, ২০২৩ বিকাল ৩:৪৭
শাওন আহমাদ বলেছেন: বাহ!
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২৩ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।