নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১/
ঐটা হলো ফাকা রাস্তা । তুমি বাইরে বের হলেই গাড়ী আসবে, হর্ণ বাজবে, থামবে, লোক উঠবে । রিক্সা, সিএনজি, পিকআপ, প্রাইভেট কারে জ্যাম বাঁধাবে । তুমি গা বাঁচিয়ে আর কতদূর যেতে পারবে ?
তবু সিদ্ধান্ত তোমার
পেটের টানে পূর্ণিমার চাঁদও আজ করোনারুটি । তুমি ছাদে বসে তা উপভোগ করতে পারো আবার রাস্তায় বের হয়ে তার সন্ধানও করতে পারো
দেশ বা সরকার তোমাকে বাঁধা দেবেনা ।
২//
গোলাপী ট্রেন আর মায়াবী চাঁদ । পাশাপাশি চলছে তো চলছেই...
হয়ত তুমি আছো বলেই মনে হয়নি
পৃথিবীতে করোনা আছে ।
৩০ শে মে, ২০২০ সকাল ১১:২৩
সাইন বোর্ড বলেছেন: সময়টাই বিক্ষিপ্ত আর বিক্ষিপ্ততাই সময়ের কথা, কোন পত্রিকার বিবরণ নয় । ধন্যবাদ ।
২| ৩০ শে মে, ২০২০ সকাল ১১:৩৫
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখার কোন ফরমেট নেই: ২ লাইন পদ্য, ১ লাইন গদ্য; ১ লাইন রাজনীতি, আধা লাইন প্রতিবাদ!
৩০ শে মে, ২০২০ দুপুর ১২:২৬
সাইন বোর্ড বলেছেন: এই লেখায় এটাই ফরমেট, সব কিছুর মত লেখার ফরমেটও চেঞ্জ হচ্ছে এবং হবে । দেশে এসে সরকারের নির্ভেজাল সমালোচনা করুণ, ডিজিটাল আইন কাকে বলে শিখিয়ে দেবে ।
৩| ৩০ শে মে, ২০২০ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: আপনি হয়তো নিজের অবচে্তন মনে নিজের আবেগ অনুভূতি টূকু লিখেছেন।
৩০ শে মে, ২০২০ দুপুর ১২:৩০
সাইন বোর্ড বলেছেন: মোটেই সেরকমটা নয় । অনুভূতির সাথে ভাবনাও আছে । ধন্যবাদ ।
৪| ৩০ শে মে, ২০২০ দুপুর ১:৫৭
নেওয়াজ আলি বলেছেন: সময় কিন্তু করোনার
৩১ শে মে, ২০২০ দুপুর ২:৫০
সাইন বোর্ড বলেছেন: সেটা তো বলার অপেক্ষাই রাখেনা ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০২০ সকাল ১১:১৬
চাঁদগাজী বলেছেন:
প্রশ্নফাঁসের পরীক্ষার খাতার মতো বিক্ষিপ্ত কিছু লাইন।