নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
যেদিন আক্রান্ত বেশি হয় সেদিন মৃত্যু কম হয়, আবার যেদিন মৃত্যু বেশি হয় সেদিন আক্রান্ত কম হয়
এসবই নাটের গুরু ও তার ওলামায়ে কেরামগণ ভাল জানেন
তবে আমরা জানার চেষ্টা করছি একসাথে একেবারে দুটোই বেড়ে যাওয়ার খবরে । যদিও এর জন্য আমরা কেউ'ই মাথায় হাত দিয়ে বসে পড়িনি ।
এই যেমন আমিই দেখছিলাম, আমেরিকার একটা সুপার শপে উত্তেজিত জনতা কী সুন্দর করে লুটতরাজ চালাতে
অথচ এরা কেউ'ই বাংলাদেশ থেকে কোন প্রশিক্ষণ নিয়ে যায়নি
তবে একটা ব্যপারে মন খারাপ হলো, তেষট্টি করোনা মুর্দাকে দাফন করে 'মানবতার ফেরিওয়ালা' খেতাব পাওয়া কাউন্সিলর খুরশেদ আলমের করোনা আক্রান্ত সুন্দরী স্ত্রীর জন্যে কোথাও আইসিইউ বেডের সুবিধা করতে না পারার খবরে
পরে ভাবলাম, ধুর । ব্যাটা নাম কামাবার জন্যে নিজের উপর বেশি বাড়াবাড়ি করেছিল । এক সুন্দরী লোকান্তরে আরো সুন্দরী ঘুরে ফিরে ।
আরো পরে অবশ্য সে কাঁচপুরের সাজেদা হাসপাতালে একটা আইসিইঊ বেড পেয়ে সবার কাছে দোয়া চেয়েছে, তার তিন সন্তান যেন অকালে মাতৃহারা না হয়, তার জন্য । এবং আরো আপডেট খবর হলো, এমপি শামীম ওসমান স্কয়ার হাসপাতালে তাদের দুজনকেই ভর্তির ব্যবস্থা করে দিয়েছে ।
খবরে প্রকাশ, এই সময় কেউই কোন পলিটিক্স না করার সিদ্ধন্ত নিয়েছে ।
৩১ শে মে, ২০২০ রাত ৮:৫৪
সাইন বোর্ড বলেছেন: পলিটিক্স ক্যবা করে যে করে, হেইডাই বুঝিনা । আমিও পুলকিত হইলাম ।
সাথে ধন্যবাদ এবং শুভ কামনা ।
২| ৩১ শে মে, ২০২০ রাত ৯:৩২
নেওয়াজ আলি বলেছেন: মনে হয় আমাদের দেশে করোনার পলিট্রিক্স
৩১ শে মে, ২০২০ রাত ৯:৩৭
সাইন বোর্ড বলেছেন: এই অভাগা দেশে পলিটিক্স নাই কোথায় ? আটা ময়দা সুজি থেকে শুরু করে বালির ট্রাক পর্যন্ত ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।
৩| ৩১ শে মে, ২০২০ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: এই শহরে আমার দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছা করে জনমানবহীণ কোনো নদীর পাড়ে চলে যাই।
০১ লা জুন, ২০২০ দুপুর ১২:৪৫
সাইন বোর্ড বলেছেন: যেতে পরলে মন্দ হয় না, কিন্তু কত দিন ?
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০২০ রাত ৮:৪৫
মীর আবুল আল হাসিব বলেছেন: ইমেজটা চরম!!
অনুমতি না নিয়েই পিসিতে নিয়ে রাখলাম।
পরে আবার এই নিয়ে পলিটিক্স কইরেননা যেন।