নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

হাওয়া হাওয়া ও হাওয়া

০১ লা জুন, ২০২০ রাত ৮:২২


ভাগ্য ভাল যে বাংকার পাড়াটাও হোয়াইট হাউজের ভেতরেই অবস্থিত । তাই দ্রুত লুকিয়ে পড়তে সুবিধা হয়েছে

তখন হিংস্র কুকুরগুলোও হয়ত তার আশেপাশেই ছিল

শুধু হুমকিটা মনে ছিল না, লুট করবে তো শুট করব নয়তাে কুকুর লেলিয়ে দেব

আর এখন লুটের মচ্ছপ চলছে...

গত নির্বাচনের সময় কারা যেন তার নুনু ছাড়া একটা মূর্তি বানিয়েছিল । তারা বুদ্ধিমান ছিল

আর বুদ্ধিমানরা সব সময় অন্যদের চেয়ে পাঁচ-দশ বছর এগিয়ে থাকে

এবার নভেম্বরে কেউ কেউ হয়ত হোয়াইট হাউজের বাইরেও তার জন্যে বাংকার বানাবে

যাতে বাকী জীবন সেখানে লুকিয়ে থাকতে পারে । নিরাপদে

কুফা কোথাকার
তার মুখ দর্শন করলে অনকের নাকি দিনটাই মাটি হয়ে যায়

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ রাত ৮:২৭

আমি সাজিদ বলেছেন: নিজের দেশের কথা ভাবেন। হাতি বেকায়দায় পড়লে পিঁপড়া হয়ে সুযোগ নিতে নাই। আপনার দেশে একটা যৌক্তিক দাবীতে রাস্তায় নেমে কতোক্ষন থাকতে পারবেন বলে মনে হচ্ছে?

আমরা থার্ড ওয়াল্ড কান্ট্রি। আমাদের নিজেদের সমস্যা নিয়েই নিজেদের ব্যস্ত থাকা উচিত।

০১ লা জুন, ২০২০ রাত ৮:৩৩

সাইন বোর্ড বলেছেন: কথা অবশ্য মন্দ বলেননি, কিন্তু আমাদের দেশে সরকারের নির্ভেজাল সমালোচনা করার মত অবস্থা কি আছে ? হাতকড়া খাড়া, ডিজিটাল নিরাপত্তা আইন । তারপর বাকী থেরাপির কথা না হয় নাই'ই বললাম ।

আর রাস্তায় নামা তো দূরের কথা !

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৪০

কাছের-মানুষ বলেছেন: দেখা যাক এই আন্দোলন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়।

০১ লা জুন, ২০২০ রাত ৮:৪৩

সাইন বোর্ড বলেছেন: সারা বিশ্ব অপেক্ষা করছে....

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৪২

আমি সাজিদ বলেছেন: করোনাকেও গুজব বলা গেল না দেখে অনেকের আফসোস। আমাদের দেশে সেই পরিস্থিতি নেই। প্রতিবেশী দেশেও প্রাইম মিনিস্টারের রোস্টিং করা হয়। থাক, গেলাম না ওইদিকে আর।

০১ লা জুন, ২০২০ রাত ৮:৪৬

সাইন বোর্ড বলেছেন: সে চেষ্টা কম করা হয়নি, নিজেদেরকে করোনার চেয়েও শক্তিশালী বলা হয়েছিল । এখনো অনেক রকম জাদু মন্ত্রের কথা বলা হচ্ছে ।

৪| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: আমেরিকার জনগন আন্দোলন করবে ভালো কথা। লুটপাত করবে কেন?

০১ লা জুন, ২০২০ রাত ৮:৪৭

সাইন বোর্ড বলেছেন: হেইডা তো আমারও কথা, এমন সভ্য একটা জাতি !

৫| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৫৪

নেওয়াজ আলি বলেছেন: অনেক ভয় পেয়েছে ট্রাম্প মিয়া

০২ রা জুন, ২০২০ সকাল ১১:১০

সাইন বোর্ড বলেছেন: তড়িৎ বাংকারে ঢুকে পড়াটাই তার প্রমাণ ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৫৭

আমি সাজিদ বলেছেন: রাজিব নূর, আমেরিকায় সবাই ধনী না। এইটা আমেরিকা প্রবাসী ব্লগাররা বারবার বলেছেন। আফ্রো আমেরিকানরা ওইখানে নির্যাতিত। আর একটা অনিয়ন্ত্রিত বিক্ষোভ যেটার ফলাফল নিয়ে বিক্ষোভকারীদের ধারনা নেই, সেখানে এইসব হবে স্বাভাবিক। করোনা পরিস্থিতির কথা ভুলে যাচ্ছেন কেন? মানুষের টাকা নেই। এই সুযোগে লুটপাট হবেই৷

আপনাকে বরং আরেকটা তথ্য দেই। মনে আছে কিছুদিন আগে ট্রেন কলিউশনে অনেক মানুষ মারা গেসিলো? কুমিল্লার যে জায়গায় এইটা হয়, সেখানে উপস্থিত মানুষ প্রথমেই বগি থেকে লুটপাট শুরু করে, মৃত মহিলার গয়না খুলেও ফেলে। এখন আমি ঠেস মেরে যদি বলি, কুমিল্লার মানুষ সব ডাকাত, কেমন লাগবে শুনতে? বাজে।

০২ রা জুন, ২০২০ সকাল ১১:১৩

সাইন বোর্ড বলেছেন: শুধু কুমিল্লা না, বাংলাদেশের প্রায় সব জায়গাতেই এটা খুব কমন ঘটনা । কিন্তু আমেরিকার মত দেশে নিশ্চয় আমরা এরকমটা আশা করতে পারিনা !

৭| ০১ লা জুন, ২০২০ রাত ৯:৩৬

সাহাদাত উদরাজী বলেছেন: এই শাসকের পরাজয় দরকার!

০২ রা জুন, ২০২০ সকাল ১১:১৪

সাইন বোর্ড বলেছেন: এটা দেখার জন্য আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে । মনে হয় না এবার সে উতরে যেতে পারবে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৮| ০১ লা জুন, ২০২০ রাত ৯:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: এতোটা ক্ষেপছেন কেন ভাই? ট্রাম্প সব সামলে নেবে এবং ২য় মেয়াদে প্রেসিডেন্ট হবে। যদিও লোকটাকে আমি একেবারেই দেখতে পারি না।

০২ রা জুন, ২০২০ সকাল ১১:১৫

সাইন বোর্ড বলেছেন: ক্ষেপি নারে ভাই, বরং একটু মজা পেয়েছি, কিছুটা অবাকও হয়েছি ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.