নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

লুকিয়ে পড়ার আগে আর লুকোচুরি নয় ।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৮


বাংলাদেশ বিমানের আজকের অভ্যন্তরিন সব ফ্লাইট বাতিল হওয়ার অর্থ করোনা মহামারির কারণে নয়, যাত্রীর অভাবে

টাকা খরচ করে কেউ আর করোনার সাথে ভ্রমণ করতে চান না

হাইপ্রফাইল লোপ্রফাইল বলে কথা নয়, উনারা বুঝে গেছেন দাঁত কেলিয়ে পড়ে থাকলেও এখন কেউ আর কাছে আসবে না

তবু যারা অতিরিক্ত বাস ভাড়া দিয়ে শুধু রুটির সন্ধানে নিজের কপাল ফাটাচ্ছে, তারা আজকের রিপোর্ট দেখার পর রাতে বউকে জড়িয়ে ধরার আগে তিন বার ভেবে নিবে - আমরা কাউকে এতিম করছি নাতো !

ব্যাপারটা এরকম নয় যে, আজ নগদ কাল বাকী । দুই দিন পর যদি নগদ-বাকীর কোন কারবারই না থাকে তবে মানিক ফিলিপ্স-এর এক নম্বর বাতি জ্বালালেও দুনিয়া অন্ধকারই থাকবে

প্রতিদিনই তো জুজুবুড়ি জুজুবুড়ি যত পথ তত বাড়ি চলছে...

একদিন দেশের সব ল্যাব যদি কোন করোনা টেস্ট না করে, তবে পরদিন দেশে কোন করোনা রুগিই খুঁজে পাওয়া যাবে না । মানিকের বাতির মতোই দেখা যাবে সব ফকফকা

তখন বিদ্যুতের তারের উপর থেকে কাউয়া গলা লম্বা করে বলবে - বলেছিলাম না, আমরা করোনার চেয়েও শক্তিশালী । এখন তো আমার কথাই ঠিক হলো ।



মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২০ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: আশাবাদী হোন।

০২ রা জুন, ২০২০ রাত ৮:১৫

সাইন বোর্ড বলেছেন: আজকের হিসাবটাও দিন, প্রায়ই তো দিচ্ছেন । টেস্টের পরিমান অধিক হারে বাড়ালে দেশের প্রকৃত চিত্র পাওয়া যাবে । কেউ কেউ ধারণা করছে দেশে অলরেডি ৩০% - ৪০% মানুষ করোনায় আক্রান্ত হয়ে গেছে এবং তারা না জেনেই সংক্রমণ ছড়াচ্ছে ।

২| ০২ রা জুন, ২০২০ রাত ৮:১২

গুরুভাঈ বলেছেন: আজ আমি বাইরে গেছিলাম, লোক সমাহার দেখে মনে হলো না দেশে করোনা আছে, শুধু কারো কারো করোনা পোশাকে দেখলাম। বাকি সব আমি তুমি এজ ইউজুয়াল। মাস্ক গলায় ঝুলানো।

০২ রা জুন, ২০২০ রাত ৮:১৯

সাইন বোর্ড বলেছেন: আজকের রিপোর্ট ভয়ংকর কিছুর আলামত দেয়, বাকীটা কি হবে - উপরওয়ালাই ভাল জানেন ।

৩| ০২ রা জুন, ২০২০ রাত ৮:১৬

আমি সাজিদ বলেছেন: ক্রো হারামজাদা আবার ভায়াগ্রা খাক এবং আবার পোস্ট কয়টাস এমআই বাঁধিয়ে হাসপাতালে যাক এই কামনা করি।

০২ রা জুন, ২০২০ রাত ৮:৩২

সাইন বোর্ড বলেছেন: অভিশাপ দিলে নাকি আয়ু বাড়ে, কাক বেঁচে থাকুক আরো দীর্ঘ বছর...

৪| ০২ রা জুন, ২০২০ রাত ৮:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাউয়া এখন সব দুষ দেয় জনগনের কান্ধে!
তাদের অসচেতনতায় যদি করোনা ছড়ায়,!!!!! তাইলে নাকি হেন করেংগা তেন করেংগা!!
ডায়ালগ শুইনা খালি বাকের ভাইরে মনে পড়ছে...

ঠাডায়া বনচটাকানা টার্মটার কথা্ও মনে পড়ছে।

০২ রা জুন, ২০২০ রাত ৮:৪০

সাইন বোর্ড বলেছেন: ওজুহাতের তো অভাব নেই, একটা জোড়া লাগায়ে দিলেই হয় ।

৫| ০২ রা জুন, ২০২০ রাত ৮:৪৪

গুরুভাঈ বলেছেন: আপনার পোস্ট পড়ে ঠিক বুঝি নাই। নিউজটা পড়লাম। বিমান বাংলাদেশের ফ্লাইট বাতিল। ইউএস বাংলা এবং নভো এয়ার খোজ নেন, তাদের ফ্লাইট ঠিকি গেছে। মানুষ "বিমান" চড়েনা কারন "বিমানের" টাইম ঠিক থাকেনা।

০২ রা জুন, ২০২০ রাত ৮:৪৯

সাইন বোর্ড বলেছেন: আমি শুধু বাংলাদেশ বিমানের ফ্লাইট স্থগিতের কথা বলেছি, ইউএস বাংলা এবং নভো এয়ার ফ্লাইট স্থগিতের কথা কিন্তু বলিনি । তাদের অভ্যন্তরিণ ফ্লাইট সময় মতই ছেড়েছে ।

৬| ০২ রা জুন, ২০২০ রাত ৮:৪৮

Abiruddin@ বলেছেন: My good please save every person

Your blog every nice and I am also travel blogger i am from India also check my website please
Russian School - A day in a Russian schools

৭| ০২ রা জুন, ২০২০ রাত ৮:৪৮

আমি সাজিদ বলেছেন: বিদ্রোহী, ভায়াগ্রা ক্রোর মুখ দিয়া এখন প্রতিদিন জনগনকে নাজেহাল করে নতুন নতুন বাণী বের হয়। এক মাস আগেও মিনমিন করতো। করোনা গ্রিন সিগন্যাল দিসে মনে হয়!

৮| ০২ রা জুন, ২০২০ রাত ৯:২৮

নেওয়াজ আলি বলেছেন: লেখার সাথে ছবিটা মাননসই।

৯| ০২ রা জুন, ২০২০ রাত ১০:১০

ঢাবিয়ান বলেছেন: তেনারা কিন্ত আসলেই করোনার চাইতে শক্তিশালী। করোনা আর যেখানেই যাক , কিন্ত সাধ্য নাই তাদের কাছে পৌছায়।

১০| ০২ রা জুন, ২০২০ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: আজকের করোনা পরিস্থিতিঃ

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ৩৭,
নতুন আক্রান্ত ২,৯১১,
সুস্থ ৫২৩ জন।
নমুনা পরীক্ষা ১২,৭০৪
মোট মৃত ৭০৯,
আক্রান্ত ৫২,৪৪৫,
সুস্থ ১১,১২০জন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.