নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১.
খিলি পানে জর্দ্দা
জাবর কাটা মুখ
তোকে দেখলে
পাই যত সুখ
২.
নরেন্দ্র । আকাশে বার্তা পাঠিয়েছি । তোর হাতেই পৌছে যাবে চৈনিক সভ্যতা
শালাকে সাইজ করব । খাটাস একটা
৩.
বাইবেল হাতে নেওয়ার পর দেখি
ঈশ্বর পাথর ছুড়ে মারছে...
বাংকারে ঈশ্বর নেই তো ?
৪.
পার্থক্য -
ওরা গোপনে করত
আমি প্রকাশ্যে করি
আইএস, আলকায়দা
আমাদের'ই পয়দা
৫.
হাঁটুর নিচে গণতন্ত্রের সওদা । চিপায় পড়ে শ্বাস নিতে পারছে না । পাইকাড়রা বেজার হলেও ফড়িয়ারা খুশী
লুট হোক যত সভ্যতার জঞ্জাল...
০৩ রা জুন, ২০২০ সকাল ১১:১৮
সাইন বোর্ড বলেছেন: বাবন সাহেবেরও চায় একখান সাইনবোর্ড
ইচ্ছে হলে মনের কথা
লিখতে কতক্ষণ ?
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাইবেল হাতে নেওয়ার পর দেখি ঈশ্বর পাথর ছুড়ে মারছে, বাংকারে ঈশ্বর নেই তো? - ঈশ্বর যে কি চান আর কি না চান তা ভাবতে ভাবতে পৃথিবী ধ্বংস হবে একদিন নির্ঘাত। তবে পৃথিবী ধ্বংস করবে সম্ভবত মানুষ! ঈশ্বর না।
০৩ রা জুন, ২০২০ রাত ৮:৩৫
সাইন বোর্ড বলেছেন: ঠিকই বলেছেন, মানুষ এখানে স্পষ্ট । ঈশ্বরের হয়ে তারাই পাথর ছুড়ে মারছে...
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন সব সময় ।
৩| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৫১
নেওয়াজ আলি বলেছেন: সমবেদনা নির্যাতিত জনগণের প্রতি
০৩ রা জুন, ২০২০ রাত ৮:৪৪
সাইন বোর্ড বলেছেন: আমিও জানাই । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন সব সময় ।
৪| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে, ইশ্বর নিয়ে টানাটানি পছন্দ না আমার
০৩ রা জুন, ২০২০ রাত ৮:৪৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ । আসলে বাইবেল, ঈশ্বর, পাথর এখানে একটা বিশেষ প্রেক্ষিতে এসেছে ।
৫| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো, বেশ ভালো।
০৩ রা জুন, ২০২০ রাত ৮:৪৭
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন সব সময় ।
৬| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: ট্রাম্প গর্তে পড়ে গেছে।
০৩ রা জুন, ২০২০ রাত ৮:৪৭
সাইন বোর্ড বলেছেন: আমারও তাই মনে হয় ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন সব সময় ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০২০ সকাল ১১:০৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বা!
আমি বাবন বলি
থাকলে একখান সাইনবোর্ড
ইচ্ছে মতো মনের কথা
তাতে লিখে ফেলি .....