নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
কারো মৃত্যুর পর অন্য সব কিছুর মত তার দূর্নীতিও মারা যাবার কথা
কিন্তু মারা যাবার আগেই যদি তার কবর খোড়া শুরু হয় আর দূর্নীতিগুলো কবরে না পাঠিয়ে সবার মাঝে বিলি-বন্টন করা হয়
তাহলে তার বেঁচে থাকাই ভাল
গভীর কোমা থেকে উঠে এসে সেও অংশ নিক
কাঙালি ভোজ শেষে দুই রাকাত নফল নামাজে
এবং করোনার কাছে তীব্র প্রতিবাদ জানাক -
শত্রু পক্ষ গভীর ষড়যন্ত্র করে তাকে পরপারে পাঠাতে চেয়েছিল
বাংলার জনগণ স্বাক্ষী, দূর্নীতিতে কে বেশি চ্যাম্পিয়ন
০৭ ই জুন, ২০২০ রাত ৯:৩৯
সাইন বোর্ড বলেছেন: কোন কবিতা লিখিওনি, ভাবনটাকে ভেংগে লিখেছি মাত্র । ধন্যবাদ, শুভ রাত্রি ।
২| ০৭ ই জুন, ২০২০ রাত ১০:১৬
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের লোকজন সব খারাপ কাজে এগিয়ে।
০৮ ই জুন, ২০২০ সকাল ১১:০৫
সাইন বোর্ড বলেছেন: হেইডা ঠিক না, যারা এখনো সুযোগ পাই নাই, তারা ক্যাবা করে এগিয়ে থাকব ?
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ০৭ ই জুন, ২০২০ রাত ১০:২৩
মোঃ ইকবাল ২৭ বলেছেন: ভাগ্যে যা আছে তা হবেই।
০৮ ই জুন, ২০২০ সকাল ১১:০৩
সাইন বোর্ড বলেছেন: তাতো বটেই ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৪| ০৭ ই জুন, ২০২০ রাত ১০:৫৪
কৃষিজীবী বলেছেন: আন্নে খালি দুর্নীতি দেহেন কিন্তু চ্যাডেলাইট আর পন্মাসেতুর খাম্বার মতো মোডা মোডা উন্নতি দেহেন না
০৮ ই জুন, ২০২০ সকাল ১১:০২
সাইন বোর্ড বলেছেন: কী যে কন, হেইডা আবার দেখি না ? শুধু হেলিকপ্টারে উইঠা এ্যামরিকা দেহনের বাকী । উন্নয়নের ঢাহা শহর ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৫| ০৮ ই জুন, ২০২০ দুপুর ২:২৮
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখনী
০৮ ই জুন, ২০২০ রাত ৯:০১
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২০ রাত ৯:৩৬
নগর মানব বলেছেন: কবিতা ভাল হয় নি ।