নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

তামুক খাওয়া

১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:১৯


একটু ধুমপান করব, গাঁজা তো আর খাব না । তাতেও যেন একেবারে হিরোইঞ্চি সতর্ক জারি !

অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে বাজেটে বিলাসী ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দাও

সিগারেট কি মানুষ বিলাস করে খায় ? ধরে নিলাম তাই'ই । কিন্তু সময়ে অসময়ে আকাশ ভেংগে যাদের মাথার উপর পড়ে, তাদেরকেও তো দু-একটা সুখটান দিতে হয় বিড়িতে

এক কৌটা জর্দা কয় খিলি পানে খাওয়া যায় ? বেচারা পোকায় খাওয়া দাঁতের ফাকে এক চিমটি গুল গুজে দিবে

সেটারও অবস্থা নাই !

তার চেয়ে আমি বলি, এগুলো খাওয়া বাদ দিলেই তো হয় । টাকাও বাঁচল মাগার স্বাস্থ্যটাও ঠিক থাকল ।

বাজেটে এসব পণ্যের দাম বাড়িয়ে খারাপ কিছু করেনি ।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগে এসে আপনি সবার চেয়ে বেশী উপকৃত হয়েছেন, আপনার অপধারণাগুলো ক্রমেই ভালোর দিকে যাচ্ছে।

১৫ ই জুন, ২০২০ সকাল ১১:২৩

সাইন বোর্ড বলেছেন: নিজের সার্টিফিকেটটা কি নিয়েছেন ?

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রথমে ভেবেছিলাম ধুমপানের পক্ষে বলবে,পরে দেখি এবাউট টার্ন।শেষের লাইনটা খুবই ভালো।

১৫ ই জুন, ২০২০ সকাল ১১:২১

সাইন বোর্ড বলেছেন: আসলে আমি নিজেও একজন অধূপায়ী । তা ছাড়া এটা আমার কাছে বাড়তি খরচই মনে হয় ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার আফসোস হচ্ছে এসব না খাওয়াতে যে আমার যে অনেক টাকা বেঁচে গেল, সেটা চোখে দেখলাম না...

১৫ ই জুন, ২০২০ সকাল ১১:২০

সাইন বোর্ড বলেছেন: এটা অধিকাংশ ধূমপায়িরই মনের কথা যে, ধূমপান না করে কেউই সেই টাকা জমাইতে পারেনা । অতএব, ধূমপানে এত হিসেবের কি আছে ?

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

নতুন বলেছেন: গাজা না কি সিগারেটের চেয়ে ভালো। :-B এটা নিয়ে পশ্চিমে অনেক গবেষনা হচ্ছে ইদানিং।

১৫ ই জুন, ২০২০ সকাল ১১:১৬

সাইন বোর্ড বলেছেন: গাঁজা হলো রাজাদের খাবার, পশ্চিমারা ঠিকই চিনেছেন । কিন্ত বাঙালিরা বেশি খাইলে দেখি কারো কারো পুটকি শুকাইয়া যায় । হেইডা খারাপ লাগে । :-P

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ১৪ ই জুন, ২০২০ রাত ৮:৫২

নেওয়াজ আলি বলেছেন: আকিজ বিড়ির মালিক এখন সেরা ধনী বিড়ি বিক্রি করে

১৫ ই জুন, ২০২০ সকাল ১১:০৫

সাইন বোর্ড বলেছেন: আমাদের কুষ্টিয়ার দৌলতপুরের নাসিরও নিজে বিড়ি বাঁধতে বাঁধতেই আজ এ পর্যায়ে এসেছেন ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ১৪ ই জুন, ২০২০ রাত ৯:৫৫

ঢাবিয়ান বলেছেন: যারা খাবার তারা খাবেই, দাম যত যতই বারুক :-0

১৫ ই জুন, ২০২০ সকাল ১১:০৩

সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, ঠিকই বলেছেন, কিছু তামুকখোর আছে যাদের দু'বেলা ভাত না চলে কিন্তু এক বেলা তামুক না খেলে চলেনা ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ১৪ ই জুন, ২০২০ রাত ১০:০৭

কৃষিজীবী বলেছেন: তাহাদের জন্য হালকা সমবেদনা

১৫ ই জুন, ২০২০ সকাল ১১:০২

সাইন বোর্ড বলেছেন: কারণ তাহারা ইচ্ছে করিলেও এইটা ছাড়িতে পারিবেন না । অতএব, সমবেদনাটা মানবিক পর্যায়ে পড়ে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৮| ১৪ ই জুন, ২০২০ রাত ১০:০৮

বিজন রয় বলেছেন: যারা নেশা করে তারা টাকার মায়া করে না।
তাই তারা বিরক্ত।

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৫৯

সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, ঠিকই বলেছেন, কিছু তামুকখোর আছে যাদের দু'বেলা ভাত না চলে কিন্তু এক বেলা তামুক না খেলে চলেনা ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৯| ১৪ ই জুন, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: কমদামী সিগারেটের মধ্যে কোনটা ভালো?
বেনসন কুলাচ্ছে না।

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৫৫

সাইন বোর্ড বলেছেন: দুঃখিত, অধূমপায়ী হিসেবে সিগারেটের ব্র্যান্ড অনুযায়ী দামটা আমার জানা নেই ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১০| ১৫ ই জুন, ২০২০ সকাল ১১:০৩

বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: দুঃখিত, অধূমপায়ী হিসেবে সিগারেটের ব্র্যান্ড অনুযায়ী দামটা আমার জানা নেই ।

খুব খুশি হলাম। আমারো কোন কিছুর অভ্যাস নেই।
এই ভাল আছি।

১৫ ই জুন, ২০২০ সকাল ১১:০৭

সাইন বোর্ড বলেছেন: একটা সময় কয়েকদিন খাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সকালে মুখে প্রচন্ড দূর্গন্ধ হয় দেখে বাদ দিয়েছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.