নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
এখন ঘরের বউয়েরাও অর্থনীতি বুঝে গেছে কিংবা বুঝতে বাধ্য হয়েছে ।
তাই বৃষ্টির ভেতর এক সাথে দুই বস্তা চাউল কেনার কথা শুনে বলে -
এখন না, আরো কয়দিন পরে
বৃষ্টির মধ্যে চাতালিরা ধান ভাল মত শুকাতে না পারার কারণে
চাউলের দাম বেড়ে গেছে
কয়দিন পর রোদ উঠলে, তখন কিনো
দাম কমবে ।
এই হলো আমাদের করোনা কাল
শাড়ি, গয়না, লিপস্টিকের বদলে দুই বস্তা চাউলের মজুত
সৌন্দর্য আর নির্ভরতার প্রতীক
অনেক বেশি ফ্যাসানেবল ।
এরপরও কি ইতিহাস আর গুগল ঘেঁটে খুজতে থাকবে বাংলার আদর্শ নারী ?
১৬ ই জুন, ২০২০ রাত ৯:৩৮
সাইন বোর্ড বলেছেন: এই কথা কি কখনো ভাবীকে বলেছেন ? এখন কিন্তু করোনা কাল, ভবিষ্যৎটা তারাও কিছুটা উপলব্ধি করতে পারছে । তাই সময় তাদেরকে কিছুটা হলেও হিসেবি করে তুলতে বাধ্য হচ্ছে ।
পড়া ওমন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ১৬ ই জুন, ২০২০ রাত ১০:০৩
সত্যপীরবাবা বলেছেন: @লেখক,
আদর্শ নারীর সংজ্ঞা কি? বাংলার "আদর্শ পুরুষের" সাথে পার্থক্য কি কি?
১৭ ই জুন, ২০২০ সকাল ১১:৪৪
সাইন বোর্ড বলেছেন: সামুতে কয়টা নিক ব্যবহার করেন ?
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ১৬ ই জুন, ২০২০ রাত ১০:০৫
নেওয়াজ আলি বলেছেন: সব মা আদর্শ নারী । বউ হতে মা হয়।
১৭ ই জুন, ২০২০ সকাল ১১:৪২
সাইন বোর্ড বলেছেন: দুঃখ যে সব বউ আদর্শ নারী হতে পারে না, এটা পারলে পুরুষের গড় আয়ু আরো বেড়ে যেত ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৪| ১৬ ই জুন, ২০২০ রাত ১০:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো নারী অনেক আছেন।
তাদের প্রতি শ্রদ্ধা।
১৭ ই জুন, ২০২০ সকাল ১১:৪১
সাইন বোর্ড বলেছেন: আমরা সবাই খুব কঠিন সময় পার করছি । সামনে হয়ত আরো কঠিন দিন আসবে ।
সবাইকেই মাথা ঠান্ডা রেখে ভবিষ্যৎকে মোকাবেলা করতে হবে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৫| ১৬ ই জুন, ২০২০ রাত ১১:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাংলাদেশের নারীরা সম্ভবত পেঁয়াজ মজুত করতে পছন্দ করেন।
১৭ ই জুন, ২০২০ সকাল ১১:৩৮
সাইন বোর্ড বলেছেন: দাম বেশি হওয়ার কারণে এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু মজুত রাখা অনেক ঝুঁকির কারণ এটা খুব দ্রুত পচে যায় । তাই কয়েকদিন পর পর সটিং করতে হয় ।
আপনাকে মন্তব্যে পেয়ে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৬| ১৭ ই জুন, ২০২০ রাত ১:৩১
*কুনোব্যাঙ* বলেছেন: অভাব মানুষে অভ্যাসের পরিবর্তন ঘটায়। কিন্তু শহরের পার্লারগুলো কি এখনও খোলেনি?
১৭ ই জুন, ২০২০ সকাল ১১:৩৫
সাইন বোর্ড বলেছেন: খোলার তো কথা, বন্ধ রাখার নির্দেশনা তো দেয়নি সরকার ।
সামনের কথা চিন্তা করে সবাইকেই কমবেশি হিসেবি হতে হবে, এ ছাড়া কোন উপায় নেই ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৭| ১৭ ই জুন, ২০২০ সকাল ৮:০৪
বিজন রয় বলেছেন: প্রথম লাইনটাই প্রমাণ করে নারীরা অনেক এগিয়েছে।
আরো একটি জীবনমুখি কবিতা।
সুন্দর!
শুভকামনা।
১৭ ই জুন, ২০২০ সকাল ১১:৩২
সাইন বোর্ড বলেছেন: শুভ সকাল, আপনার মন্তব্য পেয়ে আরো ভাল লাগল ।
৮| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৫:২৬
সত্যপীরবাবা বলেছেন: @লেখক, কমেন্ট করার জন্য এই একটা নিকই ব্যবহার করি, তবে পোস্ট করার জন্য চা্ঁদগাজী নিক দিয়ে পোস্টাই।
খুশি মনে ধন্যবাদ গ্রহন করতে পারলাম না, কারন জিজ্ঞাসার উত্তর তো দেনই নাই, প্রাপ্তি স্বীকারও করেন নাই।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০২০ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: আদর্শ নারী পুরো বাংলাদেশে একটা নেই।