নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
# (না স্বামী না স্ত্রী)
- তুই আমার বউ না; তবে ইচ্ছে করলে থাকতে পারিস ।
- বলে কি হারামির বাচ্চা ?
- চড়ও মারিনি গালিও দিইনি; তুই মুখ খারাপ করছিস কেন ?
- শুধু মুখ খারাপ না, তোকে জুতাপেটা করা দরকার, শুয়োরের বাচ্চা ।
- তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস, আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা নাই ।
- জানি তো, তোর অতি শক্তিশালি বাপ আছে মাও আছে । তারা তোরে কোলে নিয়া নাচে, আর তুই সেই নাচন দেখে হামাগুড়ি দিয়া সকাল দুপুর রাতে তারে কদমবুচি করিস ।
- জানিস যখন, তখন এত কথা বাড়াস কেন ? আমার যা সিদ্ধান্ত তা জানিয়ে দিয়েছি ।
- ঠিক আছে, কিন্তু সিদ্ধান্তটা জানাতে এত দেরি করলি কেন ?
- এতদিন তোকে পরীক্ষা করেছি ।
- তো পরীক্ষা করে কি পেলি ?
- সবটা বলা যাবে না, তবে তোকে একেবারে বাদ দিলেও তুই যে কিছু করতে পারবি না - এটা বুঝেছি । ভ্যাজালের কথা থাক ।
- তাহলে "ইচ্ছে করলে থাকতে পারিস" - এ কথার অর্থ কি ?
- দায় এড়ানো । কেউ যাতে বলতে না পারে আমি তোরে একেবারে খাড়ার উপরে বয়েন তালাক দিয়ে বাদ দিয়েছি ।
- বুঝেছি, ধৈর্য্য ধর । কয়দিন পর কে কাকে বাদ দেয়, টের পাবি ।
১৭ ই জুন, ২০২০ রাত ৮:৫৯
সাইন বোর্ড বলেছেন: প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকে পেয়ে ভীষণ ভাল লাগল ।
শুভ রাত্রি ।
২| ১৭ ই জুন, ২০২০ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: ডাইরেক একশন।
১৯ শে জুন, ২০২০ রাত ৮:৫৯
সাইন বোর্ড বলেছেন: আহত, না নিহত ?
অসংখ্য ধন্যবাদ ।
৩| ১৭ ই জুন, ২০২০ রাত ১১:১৩
অপু তানভীর বলেছেন: হাহাহা...
অর্থহীন সংলাপ তবে কোন কোন ক্ষেত্রে অর্থবহ !!
১৯ শে জুন, ২০২০ রাত ৮:৫৮
সাইন বোর্ড বলেছেন: হয়ত আপনার কথায়ই ঠিক, কোন কোন ক্ষেত্রে অর্থবহ !!
আপনাকে আমার ব্লগে পেয়ে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ ।
৪| ১৭ ই জুন, ২০২০ রাত ১১:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটাকি করোনা কালের ভীমরতি !!
৫| ১৭ ই জুন, ২০২০ রাত ১১:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটাকি করোনা কালের ভীমরতি
১৯ শে জুন, ২০২০ রাত ৮:৫৬
সাইন বোর্ড বলেছেন: সেরকমই মনে হচ্ছে ।
অসংখ্য ধন্যবাদ ।
৬| ১৮ ই জুন, ২০২০ রাত ১২:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'ইচ্ছা করলে থাকতে পারিস' - এটা কি তালাক দেয়ার পরে বলেছে?
এজন্যই না স্বামী, নাস স্ত্রী।
কথার শুদ্ধ উচ্চারণে মনে হচ্ছে শিক্ষিত, কিন্তু গালিগালাজ দেখে নিম্নবিত্ত মনে হচ্ছে
যাই হোক, এখন এসব অর্থহীনই
১৯ শে জুন, ২০২০ রাত ৮:৫৫
সাইন বোর্ড বলেছেন: ঠিক ধরেছেন, অর্থহীনের অর্থ বুঝতে নেই ।
অসংখ্য ধন্যবাদ ।
৭| ১৮ ই জুন, ২০২০ রাত ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: জটিল ।
১৯ শে জুন, ২০২০ রাত ৮:৫৪
সাইন বোর্ড বলেছেন: কিছুটা হয়ত ।
অসংখ্য ধন্যবাদ ।
৮| ১৮ ই জুন, ২০২০ রাত ১২:৫২
নেওয়াজ আলি বলেছেন: Action
১৯ শে জুন, ২০২০ রাত ৮:৫৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০২০ রাত ৮:৫৪
বিজন রয় বলেছেন: হা হা হা ... গাছেরটাও রাখবে, তলারটাও রাখবে।
এমন সুবিধাবাদীদের দিয়ে দেশ ভরা।