নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

আরো একটি আলাদীনের চেরাগ

২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:৩১


তার সম্পদের জয়-জয়কারটা বলতে গেলে ক্রিকেট মাঠের বোলার হিসেবে পাঁচ'শ উইকেট ছাড়িয়ে যাওয়ার মতো । আর অধিনায়ক হিসেবে একছত্র ক্ষমতার অধিকারী । সেখানে কোচ একজন থাকলেও থাকতে পারে, সেটা পর্দার অন্তরালে ।

দশ বছরে একটি পাওয়ার প্লান্টের মালিক, মাটির ব্যবসা পাহাড় সমান, বালু উত্তলনে সরকারী ড্রেজারের ব্যবহার, ভূমি দখলসহ আরো অনেক কিছু...

তবে উনি ক্রিকেটের মানুষ হয়েও তার নিজ জেলায় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সুযোগ থাকলেও সেটা তিনি করেননি । হতে পারে উনি হয়ত ভেবেছেন তরূণ সমাজ ইয়াবা আশক্ত হয়ে পড়েছে; তাই তাদেরকে আর ক্রিকেট মাঠে টেনে নিয়ে এসে লাভ নেই । বরং উহা সেবনের পাশাপাশি তারা ইয়াবা ব্যবসায় স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুক ।

আমাদের দুর্নীতি দমনের অভিভাবক দুদক, অবৈধ সম্পদ অর্জণকারীদের সুখে থাকতে দেবে না শ্লোগানের পরও হঠাৎ তার দুর্নীতির বিরুদ্ধে নাকি সুনির্দিষ্ট কোন অভিযোগ খুঁজে পাচ্ছে না ।

এ অবস্থায় দুদকের আর কিইবা করার আছে ? কারণ ইতোমধ্যে তার নির্বাচনী এলাকায় রেড জোনের লকডাউন উপেক্ষা করে তার স্বপক্ষে মিছিল বের হয়েছে - নেতা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র !

আতএব, দুদকের হাতে নতুন হারিকেন ধরিয়ে দিয়েও কোন লাভ নেই । তাছাড়া তারা চৌদ্দ বছর আগের সব দুর্নীতিবাজদের এখনো খুঁজে বের করতে পারেনি । আর নতুন দুর্নীতিবাজদের দুর্নীতির খতিয়ান দেখতে তো যেতে হবে অস্ট্রেলিয়া, কানাডা, সিংগাপুর, মালয়শিয়ায় - সেটা মোটেই সম্ভব না ।

তার চেয়ে আমরা একটা গান গাইতে পারি - পোড়া চোখ, পোড়া চোখ, কেন তুই অন্ধ থাকিস না...



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২০ দুপুর ১:০৩

মা.হাসান বলেছেন: দুর্জয় গতিতে বাংলাদেশ আগাইয়া চলিতেছে। এই সময়ে ষড়যন্ত্র হিংসা কোরিয়া লাভ নাই; আপনিও হেলমেট পরিয়া মাঠে নামিয়া পড়েন

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:০৫

সাইন বোর্ড বলেছেন: আমার তো হেলমেট নাই, খালি মাথায় মাঠে নাইমা মাথা ফাটোনের দরকার নাই ।

তার চেয়ে আইসেন, কলমডারেই মাঝে মাঝে হেলমেট বানাইয়া চিঁপা-চাঁপায় যদি কিছু আঁকিবুকি করা যায় । দূর্বলের শেষ সম্বল !

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।


২| ২৭ শে জুন, ২০২০ দুপুর ১:৪৫

নেওয়াজ আলি বলেছেন: প্রতিদিন নতুন নতুন অভিযোগ আসছে । পাপুল নিয়ে দুর্জয় নিয়ে দুদক চোখে কালো চশমা পরে আছে।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:০৭

সাইন বোর্ড বলেছেন: সাদা চশমা পরলেও এদের সময় সব কালো হয়ে যাবে, তখন মিকমিকা অন্ধকার !

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ২৭ শে জুন, ২০২০ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: ১। দুদক তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করছে না।
২। দুদক দূর্নিতিবাজদের কাছ থেকে প্রচুর টাকা পাচ্ছে। এমন কি বিশেষ দিন গুলোতে বিশেষ উপহারও পাচ্ছে।
৩। শক্তিশালী দুদক আমাদের নেই। এরা শুধু বড় বড় কথা বলে।
এরকম দুদক থাকা না থাকা সমান। তারা নিজে থেকে কাউকে ধরবে না। যদি সরকার বলে শুধু তখনই তারা কাজ করবে। গত এক বছরে বহু লোক দূর্নিতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:১০

সাইন বোর্ড বলেছেন: দুদকের কাজটা যে কি, সেটা তারা না জানলেও দেশের মানুষ কিছুটা জানে । এদের কাছ থেকে সঠিক কিছু আশা করা বোকামি ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ২৭ শে জুন, ২০২০ দুপুর ২:৫১

ডার্ক ম্যান বলেছেন: খালি আমিই পাইলাম না ।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:১২

সাইন বোর্ড বলেছেন: আপনি একা না, আমিও কিন্তু পাইনি । তবে মনে হয় না পাওয়ার বেদনার চেয়ে পাওয়ার কষ্টটাও এক সময় কম না !

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৫

পদ্মপুকুর বলেছেন: মা.হাসান বলেছেন: দুর্জয় গতিতে বাংলাদেশ আগাইয়া চলিতেছে। এই সময়ে ষড়যন্ত্র হিংসা কোরিয়া লাভ নাই; আপনিও হেলমেট পরিয়া মাঠে নামিয়া পড়েন.... আমি কিছু কমু না।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:১৭

সাইন বোর্ড বলেছেন: গতিতে মনে হয় শোয়েব আকতারের রেকর্ডও ভেংগে ফেলবে ।

মাঠে একা নামাইয়া হাততালি দিবেন, তা হবে না । B:-/

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:২০

সেলিম আনোয়ার বলেছেন: তিনি ক্রস ব্যাটে ব্যাটিং করতে ন। অথচ স্ট্রেইট ব্যাটে ব্যাট করা ব্যাটিং এর আদর্শ এতে উইকেট পড়ার চান্স কম। মানুষ প্রফেশন বা ক্যারিয়ার দেখে চেনা যায়। খাঁটি দেশপ্রেমিক ছাড়া দেশের উন্নয়ন হবে না এটাই খাঁটি কথা। নষ্টদের দিয়ে দেশের ধ্বংস হতে পারে উন্নয়ন নয় সে যেই হোক।

৭| ২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৮

ইলি বলেছেন: দুদক দুর্নীতি বাজদের লালন করেছে। দুদক নিজেই দুর্নীতি গ্রস্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.