নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

গল্পের প্লট

৩০ শে জুন, ২০২০ রাত ১০:৩০


১/
কবিতার কথা বলতেই তুমি আকাশের তারা গণনা শুরু করলে,
আমি তখন অন্ধাকারে লাফ দিলাম উত্তরের গহীনে

তুমি বললে - রাবিশ কোথাকার

আমি চিৎকার করে বললাম -
এই তো আমার গল্পের প্লট পেয়ে গেছি

২//
অথচ তুমি শুনতে চাও আগের দিনের প্রেম কাহিনী
স্বপ্নে, ভয়ে, না বলা কথায়, ইশারা, ইঙ্গিতে বছরের পর বছর
জীবন শেষে তৈরী যে কাহিনী

যার গল্পগুলো শেষ হতো হাফপ‌্যান্ট থেকে শুরু করে হাড্ডিসার কংকালে

কিন্ত আমার কবিতাগুলো তোমাকে বুঝতে না পারার মত
দূর্বোধ্য ও জটিল,
হঠাৎ লাফ দিয়ে এসে বুকে পড়লেই
তা হয়ে যায় এক একটা গল্পের প্লট

তুমি লম্বা প্রেমের কাহিনী শুনতে চাও - ভাল,
তার আগে বলো - আমি তোমার কত নম্বর প্রেমিক ?

এরপর না হয় আমার গল্পের প্লটকে টু জিবিতে নিয়ে যাওয়া যাবে ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২০ রাত ১০:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ!
সুন্দর।

৩০ শে জুন, ২০২০ রাত ১০:৪১

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

২| ৩০ শে জুন, ২০২০ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: মানুষের জীবন যদি কবিতার মতোণ হতো তাহলে ভালো হতো।

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৭

সাইন বোর্ড বলেছেন: এখানেও আবেগ খুঁজছেন ?

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ০১ লা জুলাই, ২০২০ রাত ১২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: গল্পের প্লট সিক্স জিবি হবে না ?

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৮

সাইন বোর্ড বলেছেন: তা অবশ্য ঠিকই বলেছেন, আরো ফোর জিবি বাড়িয়ে দেওয়া যায় ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৯

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.