নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বিপ্লব চাই।

দোদূল্যমান

দোদূল্যমান › বিস্তারিত পোস্টঃ

নয় মাসে ৯টি প্রাণভিক্ষার আবেদন ফিরিয়ে দিয়েছেন প্রণব

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩

গত নয় মাস ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে নয়টি প্রাণভিক্ষার আবেদন ফিরিয়ে দিয়ে মোট ১৪ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন প্রণব মুখার্জি। ভারতের ইতিহাসে এত অল্প সময়ে এতো বেশি মৃত্যুদণ্ডের ঘটনা কিছুটা অস্বাভাবিক। খবর টাইমস অব ইন্ডিয়া’র।



অন্যদিকে, সাবেক রাষ্ট্রপতি কে আর নারায়ণ তার সময়ে একটিও প্রাণভিক্ষার আবেদন বিবেচনায় নেননি। এপিজে আব্দুল কালাম খারিজ করেছেন একটিতে আর প্রতিভা পাতিল তিনটিতে। ভারতের ইতিহাসে সবচাইতে বেশি সাবেক রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা তার পাঁচ বছরকালে ১৪ জনের প্রাণভিক্ষার আবেদন খারিজ করেন।



গত বছরের নভেম্বরে প্রায় ৮ বছর পর মুম্বাই হামলার আসামি আজমল কাসাবের মৃত্যুদণ্ড বহাল রাখেন প্রণব। ২০০৪ সালে এপিজে আব্দুল কালাম ধর্ষণ ও খুনের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ধনঞ্জয় চ্যাটার্জির প্রাণভিক্ষার আবেদন ফিরিয়ে দেন।



এ বছরের জানুয়ারির ৪ তারিখে সাইবান্না নিঙ্গাপ্পা নাতিকরের পর ৩ ফেব্রুয়ারি পার্লামেন্টে হামলার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আজমল গুরুর মৃত্যুদণ্ড বহাল রাখেন তিনি। এছাড়াও তিন আত্মীয়ের হত্যাকারী সাব্যস্ত আতবিরের মৃত্যুদণ্ড বহাল রাখেন।



এ বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বিভিন্ন সময়ে বীরাপ্পনের চার সহযোগীর মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন প্রণব মুখার্জি। বীরাপ্পন ডাকাতসহ তার সহযোগীরা ১৯৯৩ সালে মাইন বিস্ফোরণ ঘটিয়ে ২২ জনকে হত্যা করে। এ মামলায় তাদের মৃত্যুদণ্ড দেয় দেশটির আদালত।



একই ঘটনার ভিন্ন ভিন্ন মামলায় সুরেশ ও রামজি, গুরমিত সিং এবং জাফর আলী। ধর্ষণের মামলায় ধরমপালের মালার পাশাপাশি ২০০১ সালে হরিয়ানার এমএলএ’র মেয়ে সোনিয়া ও তার স্বামী সঞ্জীব মদ্যপ অবস্থায় নিজেদের পরিবারের আট জনকে হত্যা করে। সঞ্জীব ও সোনিয়ার বিচারাধীন মামলায় ২০১৩ তে এসে মৃত্যুদণ্ডের রায় হয়। এদের বেলায়ও প্রাণভিক্ষা আবেদন ফিরিয়ে দেন এই বাঙালি রাষ্ট্রপতি



"বাংলাদেশের রাষ্ট্রপতিদের অনেক কিছুই শেখার আছে ভারতের রাষ্ট্রপতিদের কাছ থেকে।"

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

নুরুল আলম৯ বলেছেন: আমাদের দেশের রাষ্ট্রপতি হয় দলীয়। এরা দলের উদ্ধে উঠে কিছুই করতে পারে না। দলের সিদ্ধান্তই থাকে মানতে হয়।

২| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯

তিক্তভাষী বলেছেন: ভারতের রাষ্ট্রপতির দেখছি দয়া-মায়া নেই! আমাদের রাষ্ট্রপতিদের দয়ার শরীর!! তাইতো এদেশ দূর্বৃত্তদের অভয়ারণ্য!!!

৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮

ঢাকাবাসী বলেছেন: যখন প্রশ্ন উঠে কে হচ্ছেন রাস্ট্রপতি তখন একটা কথাই শোনা যায়, 'শে.হা. ছাড়া কেউ জানেনা!!!! বাকিরা খালি 'কেয়া বাত কেয়া বাত' করার জন্যই আছেন!!!! বিচিত্র দেশ !

৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬

ম্যাংগো পিপল বলেছেন: তিক্তভাষী বলেছেন: ভারতের রাষ্ট্রপতির দেখছি দয়া-মায়া নেই! আমাদের রাষ্ট্রপতিদের দয়ার শরীর!! তাইতো এদেশ দূর্বৃত্তদের অভয়ারণ্য!!!

৫| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৯

শ. ম. দীদার বলেছেন: আর আমাদের মরহুম প্রেসিডেন্ট এতই দয়ার্দ্র ছিলেন, উনার কাছে প্রমাণিত খুনের ফাঁসির আসামির প্রাণ ভিক্ষার আবেদন ও উনি রক্ষা করেন এবং এর জন্য উনার সদা সর্বদা মর্জি হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.