নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বিপ্লব চাই।

দোদূল্যমান

দোদূল্যমান › বিস্তারিত পোস্টঃ

উনি জাতিকে চেতনায় সিক্ত করবেন..

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৪

''ভারতের বর্তমান সবচেয়ে জনপ্রিয়(!!!) গায়ক অরিজিৎ সিং উন্মুক্ত কনসার্টে সংগীত পরিবেশন করতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় আসছেন। ওই দিন রাজধানীর যমুনা ফিউচার পার্কে গানে গানে সুরের মূর্ছনা ছড়াবেন তিনি।

'অরিজিৎ সিং লাইভ ইন কনসার্ট’ শীর্ষক এই আয়োজন করেছে ইমেকার্স। প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে চলতি বছরের ৩১ জানুয়ারি। এর ব্যবস্থাপনা পরিচালক নাঈম আশরাফ রোমান বলেন, ‘অরিজিৎ সিং একজন বাঙালি। আর ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। তাই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তিনি মঞ্চে আসার পর ১ মিনিট নীরবতা পালন কর‍া হবে। তারপর অরিজিৎ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গানের অংশবিশেষ গেয়ে তার পরিবেশনা শুরু করবেন। Click This Link

পুনশ্চ: বাংলাদেশ এমন কোন দেশ নয় যেখানে 'জাকির নায়েক' আসতে পারেন ! এমন কোন দেশ নয় যেখানে 'বিলাল ফিলিপস' রা আসতে পারে ! [এর আগে 'লীগ সরকার' জাকির নায়েক কে ভিসা দেয়নি এবং বিলাল ফিলিপসকে দেশ থেকে বের করে দেয়।] কারণ উনারা জঙ্গী, উনারা আসলে দেশ জঙ্গীবাদে ভরে যাবে। কিন্তু বাংলাদেশে আসবেন ভারতীয় শিল্পী অরিজিৎ সিং। এসে উনি জাতিকে চেতনায় সিক্ত করবেন। চেতনায় অভিসিক্ত হয়ে আমরা সবাই হবো চেতনাৎসী।ভারতীয় শিল্পীরা ইদানীং নিজদেশের চেয়েও এই বাংলায় ইজ্জত সম্মান বেশী পাচ্চেন কিনা, হরহামেশাই উনাদের ডাক পড়ছে, জঙ্গীবাদ তাড়াতে উনাদের বিকল্প নেই। এই না হলে মদীনা সনদ।

- M. Rezaul Karim Bhuyan

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫১

মদন বলেছেন: জয়বাংলা :)

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫২

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমাদের রুনা লায়লা, সাবিনা ইয়ামিন, কুমার বিশ্বজীৎ, এড্রো কিশোর, বাপ্পা মজুমদার, এদের মধ্য থেকে কোন একজন বা অন্যান্যদের মধ্য থেকে কেউ যদি গান পরিবেশন করতেন তা হলে কি আমাদের চেতনা জাগ্রত হতো না?

যাহোক আমাদের মূল প্রশ্ন চেতনা জাগ্রত হওয়া নিয়ে , শিল্পী কি বা |-) |-) |-) |-) আসে যায়।



জয়তু অরিজিৎ সিং

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৬

অপূর্ণ রায়হান বলেছেন: জয় হোক !
জয় হোক !
জাতির চেতনার জয় হোক !

৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৯

নীল আকাশ ২০১৪ বলেছেন: এতে আর আশ্চর্য হবার কি আছে? সত্যি কথা বলতে গেলে এদেশে মুক্তিযদ্ধারাও রাজাকারে রুপান্তরিত হন। এই অবস্থায় ভারতীয় না হলে কার কথা বিশ্বাস করে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হব?

৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০১

জনাব মাহাবুব বলেছেন: নীল আকাশ ২০১৪ বলেছেন: এতে আর আশ্চর্য হবার কি আছে? সত্যি কথা বলতে গেলে এদেশে মুক্তিযদ্ধারাও রাজাকারে রুপান্তরিত হন। এই অবস্থায় ভারতীয় না হলে কার কথা বিশ্বাস করে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হব?

৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১১

কলমের কালি শেষ বলেছেন: :( :( :(এগুলো খুবই দুঃখজনক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.