![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা দ্বীনদার মেয়ে কেন একজন দ্বীনদার ছেলে খোঁজে?
একটাই কারণ--আল্লাহ ফ্যাকটর। দুটো মানুষের মধ্যে সম্পর্কে ইনসাফ ব্যাপারটা খুব জরুরি। যে মানুষটা আল্লাককে ভয় পায় সে ইনসাফ করে। যার আল্লাহর শাস্তির ভয় নেই, তার বিবেকবোধ কুকুরের বিবেকের কাছাকাছি।
একটা মেয়ে এই নিরাপত্তার জায়গাটা খোঁজে। একটা ইসলাম বোঝা ছেলে কখনও মেয়েদের হুমায়ুন আজাদের চোখে সন্তানধারণকারী পশু হিসেবে দেখবে না, জাফর ইকবালের মতো মজা লুটবে না, পরিমলদের মতো কুকুরের বাচ্চাগিরি করবে না।
স্ত্রী হিসেবে দেখবে, সম্মান করবে, ভালোবাসবে। যখন সৌন্দর্য হারিয়ে যাবে, শরীরের শক্ত বাঁধুনিগুলো থাকবে না--তখনও ভালোবাসবে। এই ভালোবাসাটার উৎস আল্লাহকে ভয় করা।
সেকুলার বাপ-মাকে ব্যাপারটা বোঝানো যায় না এটাই আফসোসের ব্যাপার।
(সংগৃহিত)
©somewhere in net ltd.