নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বিপ্লব চাই।

দোদূল্যমান

দোদূল্যমান › বিস্তারিত পোস্টঃ

ধন্য তোমাদের মানবতা বোধ!

২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৮

অন্ধ মনি বানু কানপুর রেল স্টেশনে বসে কাঁদছিল। সাথে ছয় বছর বয়সী কাকলী। কাকলীর মাকে কানপুর স্টেশনে ট্রেন থেকে ধরে নিয়ে গেছে কয়েকটা লোক। ওরা কলকাতা থেকে দিল্লি যাচ্ছিল চিকিৎসা করাতে।
কাকলীর মা নার্গিস অবশ্য শেষমেশ হাসপাতালে পৌছেছিল। লাশ হয়ে। সাথে মা, মেয়ে আর নিজের পাসপোর্ট।
ধর্ষণের পর হত্যা--ভারতীয় পুরুষদের প্রিয় শখের শিকার।
দাদারা লাশ দয়া করে সীমান্তে পৌছে দিয়েছে। অভিতাভ বচ্চনের কান পর্যন্ত যায়নি খবরটা। একটা কবিতা পেয়ে যেতাম আমরা!
ভারতীয় মূলধারার মিডিয়াতে একটুও তোলপাড় হয়নি। তখন দীপিকারা 'মাই বডি মাই চয়েস' - প্রচারে ব্যস্ত ছিল।
বোনেরা, আল্লাহর দোহাই। মাহরাম ছাড়া ভ্রমণ করবেন না। শুধু ভারত না, এ দেশেও পালে পালে কুত্তার বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দুপেয়ে কুত্তার বাচ্চা। মেয়ে মানুষের মাংস খোঁজে এরা।
প্রথম আলো থেকেও ডেলিগ্যাটরা বন্ধু দেশে যায়। নার্গিস আর ফেলানিরাও যায়। আসে লাশ হয়ে। ধর্ষিতা হয়ে। শাহবাগ নিশ্চুপ। নিশ্চুপ নারী নেত্রীরা। টিএসসিতে একটা মোম-ও জ্বলে না। বন্ধুত্বের এমনই তেজ!
ধন্য শাহবাগ। ধন্য তোমাদের দেশত্ববোধ। ধন্য তোমাদের মানবতা বোধ!

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৭

ইহসান আকসার মাহমুদ বলেছেন: https://www.alislam.org/
http://www.ahmadiyyabangla.org/
সকল মুসলমানের কাছে অনুরোধ, শুধু একবার ঘুরে আসুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.