![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে ব্লগে ঢুইকা দেখি লেখা আপনি এখন নিরাপদ, দুইবার চোখ কছলাইয়া দেখি লেখাটা সত্যই, তাই সবাইকে একটু মিস্টির শ্পর্শ দিলাম, জিভে পানি আসলে নিজ দায়িত্বে পাশের দোকান থেকে খেয়ে আমার নামে লিখে রাইখেন, কোটিপতি হইলে একদিন পরিশোধ করুম .........সবাইকে অশেষ ধন্যবাদ।
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
আনমনা 007 বলেছেন: কাজি আনোয়ার হোসেন,০০৭ খ্যাত ইয়াং ফ্লেমিং এর ড. নো উপন্যাস পড়ে উৎসাহিত হযে মাসুদ রানা সিড়িজ লেখা শুরু করেছে। ধন্যবাদ।
২| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
শিক কাবাব বলেছেন: কোটিপতি ! সাধের কোটিপুটি। এটা নিয়া ভাবছিলাম। মনে করুন আপনের নিকট বর্তমানে ৯৯ লক্ষ ৯৯ হাজার টাকা আছে। আর ১ হাজার টাকার জন্য আপনাকে কোটিপতি উপাধি দেয়া যাচ্ছে না। এই মুহুর্তে আমরা সংবাদ সম্মেলন করে, শ খানেক লোক একত্র হয়ে সেই ১ হাজার টাকা আপনাকে ফ্রি প্রদান করে ফুলের মালা পড়িয়ে আপনার নাম কোটিপতিদের তালিকাভুক্ত করা হল, এক নতুন বিষয়ের সূচনা হবে দেশে। কি বলেন?
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
আনমনা 007 বলেছেন: অচিরেই বাংলাদেশ কোটিপতিদের তালিকায় শীর্ষে উঠবে, ধন্যবাদ।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
আমিনুর রহমান বলেছেন: শুভ কামনা রইল।
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
আনমনা 007 বলেছেন: ধন্যবাদ।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
েমাঃ জাহাঙ্গীর আলম বলেছেন: আমার এখন মিষ্টি খাইতে মুন চাইতেছে!
৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
দি সুফি বলেছেন: চিনি কম হইছে। আরেকটু চিনি দেন মিষ্টিতে!
শুভকামনা রইল।
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
আনমনা 007 বলেছেন: ধন্যবাদ।
৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
অদ্বিতীয়া আমি বলেছেন: শুভ কামনা
১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
আনমনা 007 বলেছেন: ধন্যবাদ।
৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
ইথান মাহমুদ বলেছেন: ভাই কামডা ঠিক করলেন?? এই মিষ্টি গুলান পোষ্টে দিলেন কেন?? মাথা নষ্ট। ধুর মিয়া কিযে করি।
৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
অনিমেষ রহমান বলেছেন: আমি তো সেফ হইয়া কুনু পুষ্ট দেই নাইক্কা।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
রাফা বলেছেন: শুভকামনা রইলো।আর ভার্চুয়াল মিস্টি চাইনা।চাই মিস্টি মধুর লেখা।
।
অ.ট.-সবাই নামের শেষে শুধু ০০৭ কেনো লাগায়?আমরা ০০৭-এর দেশের লোক না,আমরা এম,আর-৯ মাসুদ রানা
ধন্যবাদ