![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মি. পারফেক্ট এর পিকে, ও ধুম থ্রি দেখার অপেক্ষায়
মুক্তির আগেই ৭৫ কোটি টাকা আয় করে ফেলেছে আমির খান-ক্যাটরিনা অভিনীত বলিউড ছবি ‘ধুম থ্রি’। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের কাছে ৭৫ কোটি টাকা বিক্রি করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ প্রোডাকশন।
তবে ছবিটি বিক্রি করলেও প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে এর স্বত্ব সংরক্ষিত আছে। সেই সাথে আরও রয়েছে সমগ্র ভারতে প্রচার ও গানের স্বত্বাধিকার। ফলে মুক্তির আগেই ছবিটি ১০০ কোটি টাকা আয় করবে বলে মনে করছে যশ রাজ প্রোডাকশন।
ছবিতে যেহেতু আমির খানের মত শক্তিশালী অভিনেতা আছেন, তাই বক্স অফিসে গেলে ‘ধুম থ্রি’-এর আয় ২০০ কোটি টাকা ছাড়ানো কঠিন হবে না বলে মনে করছেন অনেকেই। এছাড়া ছবিটির আগের দুই সিকুয়্যালও সুপারহিট হয়েছে।
আর এবারের পর্বে জুটি বেঁধেছেন আমির খান এবং ক্যাটরিনা কাইফ। দেখা যাক, মি. পারফেকশনিস্ট এবার কোন যাদু দেখান। ছবিটি পরিচালনা করছেন ‘ধুম ওয়ান’ এবং ‘ধুম টু’ এর স্ক্রিপ্ট লেখক বিজয় কৃষ্ণ আচার্য ।
ধুম থ্রি তে আমির খান ও ক্যাটরিনার সাথে আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন ও উদয় চোপড়া। ছবিটি চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে।
২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:২৯
আনমনা 007 বলেছেন: ধন্যবাদ, বলিউডে একমাত্র আমির খান এর ই ফ্লপ ছবি নাই বললেই চলে।
২| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৩
টানিম বলেছেন: আজকের সেরা পোস্ট । স্বাভাবিক এই পোস্টে এমন হিট পড়বেই । আরেক টু খোলামেলা ছবি দিলে আরও ভালো হিট পড়ত ।
৩| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
মাক্স বলেছেন: আহ অনেকদিন পর সেইরকম শক্তিশালী লেখনিসম্বূদ্ধ পোস্ট পরলাম।
অদ্ভুত! অসাধারণ!! ঐরান্তিক!!!
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বের হওয়ার অপেক্ষায়.....।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:০৮
কোডব্লকার বলেছেন: হিন্দি মুভি একদমই দেখি না। তবে আমির খানের মুভি মিস করিনা। আশা করি এইটাও ভালো হবে।