নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কখগ

ভালবাসুন তাকে, নিজেকে এবং অবশ্যই দেশকে।

আনমনা 007

ভালবাসুন তাকে, নিজেকে এবং অবশ্যই দেশকে।

আনমনা 007 › বিস্তারিত পোস্টঃ

আকাশ থেকে বাংলাদেশ, ছবি ব্লগ B-) গুগলের সৌজন্যে B-) B-)

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫২

গুগল স্যাটেলাইট থেকে কিছু ছবি শেয়ার করলাম

ভাল লাগলে জানাবেন।



১। এটা মুজিবনগর, এখান থেকেই বাংলাদেশের শুচনা, তাই এটা প্রথমে









২। সাভার সৃতিসৌধ









৩। হার্ডিন্জ ব্রিজ









৪।সেন্ট মার্টিন









৫।হোম অব ক্রিকেট









৬।কক্সবাজার



৭।সংসদ ভবন







৮।চিটাগং পোর্ট





৯। ষাট গম্ভুজ মসজিদ









১০। বঙ্গভবন







১১। বেনাপোল বন্দর







১২। বঙ্গবন্ধু স্টেডিয়াম









১৩। কাপতাই লেক









১৪। খান জাহান আলী মাজার









১৫। এটা অনেকেই চিনবেন না, মাদারীপুর লেক, আমার জীবনের সর্নালী সময় কেটেছে এখানে

বন্ধুদের সাথে আড্ডা দিয়ে







দেখার জন্য ধন্যবাদ,

ভাল লাগলে জানাবেন, তাহলে বিশ্বের কিছু স্থাপনার ছবি দেবো.......



মন্তব্য ৫১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৫

খাটাস বলেছেন: সুন্দর। আমি ও মাঝে মাঝে দেখি এভাবে। বেশ ভাল লাগে।

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৭

আনমনা 007 বলেছেন: ধন্যবাদ, আমিও দেখি।

২| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১১

বাংলাদেশী দালাল বলেছেন:

ভালো লাগছে।

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৯

আনমনা 007 বলেছেন: ধইন্যা।

৩| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ব্যতিক্রমি ছবি পোস্ট ভাল হয়েছে।বার্ডস আই ভিউ

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪০

আনমনা 007 বলেছেন: আপনার চোখ কে পাখির চোখ বানিয়ে দিলাম, ধন্যবাদ।

৪| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৩

বাধা মানিনা বলেছেন: মাদারীপুর লেক এর ব্যাপারটা আর একটু খুলে বলুন। আমি আগামী সপ্তাহেই অফিসিয়াল প্রয়োজনে মাদারীপুর যাব। এটা কোথায়, কিভাবে যাওয়া যায় বিস্তারিত

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫০

আনমনা 007 বলেছেন: মাদারীপুরে স্বাগতম, আমি এখন ঢাকায় থাকি, ঢাকা খেকে গাবতলী এবং নয়াবাজার থেকে মোটামুটি মানের গাড়ি ছাড়ে, নাম সার্বিক, চন্দ্রা, ভাড়া, ২৫০ থেকে ৩০০ টাকা, গাবতলীর গাড়ীগুলো আরিচা হয়ে যায়, আর নয়াবাজারের গাড়ী মাওয়া হয়ে যায়, সময় লাগে সাড়ে চার থেকে ৫ ঘন্টা, আর লেকটা শহরের ভিতরেই, অনেখ বড় আর সুন্দর, বিকেলে লেকপাড়ে যাবেন দেখবেন মনটা ভাল হয়ে গেছে, ধন্রবাদ।

৫| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৬

মৃন্ময় বলেছেন: ভালো লাগলো।

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৮

আনমনা 007 বলেছেন: ধন্যবাদ।

৬| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫২

নীল-দর্পণ বলেছেন: বাহ! দারুনতো।

মাদারীপুর লেক দেখে একটু বেশী ভাল লাগল, নিজের জেলাতো ;)

যদিও যাইনি কখনো

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১

আনমনা 007 বলেছেন: ধন্যবাদ।, নিজের জেলায় যাননি, কি বলেন, যাবেন, নিজের শেকড় একবার হলেও দেখা উচিৎ

৭| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

নীল-দর্পণ বলেছেন: আসলে আমার গ্রামের বাড়ী শিবচরে। সেখানে যাওয়া হয় প্রচুর। কিন্তু ঠিক মাদারীপুরে যাওয়া হয়নি কখনো।

০৯ ই জুন, ২০১৩ রাত ১:১৭

আনমনা 007 বলেছেন: একদিন সময়করে আসবেন, ধন্যবাদ

৮| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

কাফের বলেছেন: মাদারীপুর লেক কোন যাগায় এইটা? নিজের জেলাটাও চিনলাম না ঠিক মত :((

০৯ ই জুন, ২০১৩ রাত ১:২০

আনমনা 007 বলেছেন: আহারে :( :(

৯| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার ||

০৯ ই জুন, ২০১৩ রাত ১:২১

আনমনা 007 বলেছেন: ধন্যবাদ।

১০| ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:০৮

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো ভাই। ধন্যবাদ ।

০৯ ই জুন, ২০১৩ রাত ১:২৫

আনমনা 007 বলেছেন: আপনাকেও থ্যাংকু

১১| ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:১৬

রাফসান আরিফ বলেছেন: প্লাস

০৯ ই জুন, ২০১৩ রাত ১:২৮

আনমনা 007 বলেছেন: + দেয়া্তে অশেষ ধন্যবাদ

১২| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৫

মাইরের উপ্রে ঔষধ নাই বলেছেন: নাম গুলান আকার (া) দিয়ে দেয়ায় দেখা যাচ্ছেনা। ১. এভাবে দিলেই ভাল হয়।


ভাল হইছে পোস্ট

০৯ ই জুন, ২০১৩ রাত ১:৩২

আনমনা 007 বলেছেন: বুঝিনি, ধন্যবাদ

১৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৩

শিনজন বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ।

১০ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৯

আনমনা 007 বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আগে পোস্ট দিছিলেন গুগলের চোখে ঢাকা, এবার দিছেন বাংলাদেশ। পরেরবার কি দিবেন সেটা ভাবতাছি :)

১০ ই জুন, ২০১৩ সকাল ৯:৫১

আনমনা 007 বলেছেন: সানিলিয়নের বেড রুম B-) B-) B-)

১৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:০১

আশফাক সুমন বলেছেন: দারুন !

+++++++

১০ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৮

আনমনা 007 বলেছেন: ধন্যবাদ।

১৬| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:৩০

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ভিন্ন চোখে দেখতে দারুণ লাগল।++++

১০ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৯

আনমনা 007 বলেছেন: পাথির চোথে। ধন্যবাদ।

১৭| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮

মামুন রশিদ বলেছেন: দারুন !!

১০ ই জুন, ২০১৩ সকাল ১০:১৯

আনমনা 007 বলেছেন: ধন্যবাদ।

১৮| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:০৬

কলাবাগান১ বলেছেন: কার্জন হল?

১০ ই জুন, ২০১৩ সকাল ১০:২০

আনমনা 007 বলেছেন: অন্যএক দিন, ধন্যবাদ।

১৯| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬

আর.হক বলেছেন: চমৎকার ........... ভাল লাগলো

১০ ই জুন, ২০১৩ সকাল ১০:০৬

আনমনা 007 বলেছেন: ধন্যবাদ।

২০| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৪১

নৈঋত বলেছেন: এটা কি গুগল আর্থ এর স্ক্রিনশট নাকি আর্থ প্রো'র
১ সপ্তাহ ধরে ম্যাপ নামাতে নামাতে বিরক্ত হয়ে গেলাম। ভালো রেজুলেশনের ইমেজ নামাতেই পারছি না /:)

১০ ই জুন, ২০১৩ সকাল ১০:০৭

আনমনা 007 বলেছেন: গুগল স্যাটালাইট।

২১| ০৯ ই জুন, ২০১৩ রাত ২:০১

নিয়েল হিমু বলেছেন: পোষ্ট মার্ক করা থাকল । PC থেকে দেখব ।

১০ ই জুন, ২০১৩ সকাল ১০:০০

আনমনা 007 বলেছেন: ওকে, থ্যাংক্স।

২২| ০৯ ই জুন, ২০১৩ রাত ২:১৫

ম.র.নি বলেছেন: দারুন পোস্ট। আপনার উল্লেখিত ঐটা কি হার্ডিজ ব্রিজ? আমিতো জানতাম হার্ডিন্জ ব্রিজ!!

১০ ই জুন, ২০১৩ সকাল ১০:০১

আনমনা 007 বলেছেন: সরি, ঠিক করে দিয়েছি।

২৩| ০৯ ই জুন, ২০১৩ ভোর ৪:২২

বহুরুপি জীবন বলেছেন: ভাল লাগলো।

সেন্ট মার্টিন পুরোটা দেননি মনে হচ্ছে ।

১০ ই জুন, ২০১৩ সকাল ১০:১০

আনমনা 007 বলেছেন: ধন্যবাদ, পুরোটা দেয়ার জন্য।

২৪| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৫

ভুল্কিস বলেছেন: এই গাছটাকে চিনেন নিশ্চয়ই

১০ ই জুন, ২০১৩ সকাল ১০:২১

আনমনা 007 বলেছেন: অবশ্যই, জটিল কালেকশন, ধন্যবাদ।

২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: ছবি ব্লগ আমার খুব ভাল লাগে । অসাধারন কিছু ছবির জন্য আপনাকে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

বাগসবানি বলেছেন: আমি গুগুল মামা আসার আগেই নিজ চোখে দেইখে ফেলছি B-)

২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর পোষ্ট !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.