নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমি যা বলি আর যা লিখি তা একান্তই আমার ব্যক্তিগত ধারনা।
"দেখিনি কোন হিন্দু মেয়েকে
কুরআন তিলাওয়াতে মশগুল,
দেখেছি অনেক মুসলিম মেয়েকে
পুজোয় দিতে ফুল !
দেখিনি কোন হিন্দু যুবককে
নামাজে যেতে মসজিদে,
দেখেছি অনেক মুসলিম যুবককে
পুজা দিতে যায় মন্দিরে !
আমি দেখিনি কোন হিন্দু রমণীকে
সাঁখা সিঁদুর আলতা ছেড়ে
কতিপয় মুসলিম রমণীর মত
হিজাব+বোরখা পরে !
দেখেছি অনেক মুসলিম মেয়েকে
হিন্দু রীতির নীড়ে !
কি হল মুসলিম কেনইবা
তোমার ভিন্ন ধর্ম প্রীতি !
কেন ভাল লাগে না তোমার
নিজ ধর্মের রীতি ।
(লেখক- জীবনতরী চলছে)
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫২
বাতাস০০০১ বলেছেন: দয়া করে সীমার পরিধিটা কি বল্লে ভালো হবে,,,
২| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৬
নিশি মানব বলেছেন: এইযে যেমন আপনি শুধু দেখে গেছেন। আর এই দেখা নিয়ে লিখছেন এই গান,। এটা কেন এবং কিভাবে এর থেকে পরিত্রানের উপায় ও কাকুতি নিয়ে লিখলে পরিপূর্ণ হতো গাণটা।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৪৯
বাতাস০০০১ বলেছেন: চেষ্টা করব...
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:১১
নিশি মানব বলেছেন: গানটা সুন্দর হয়েছে। এর অর্থটাও সুন্দর। কিন্তুয় সীমাবদ্ধ রয়ে গেছে। সীমার পরিধিটা বাড়াতে হবে।