নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমি যা বলি আর যা লিখি তা একান্তই আমার ব্যক্তিগত ধারনা।
আমি বুঝতে পারিনা আমাদের বিবেক বুদ্ধি কি দিন দিন লোভ পাচ্ছে না কি। মানুষ যখন কোন অন্যায় কাজ করে তখন আমাদের কাছে আনেক বেশি কষ্ট বা খারাপ লাগে। কিন্তু আমরা যখন কোন খারাপ কাজ করি বা কাউকে কোন খারাপ কাজে সাহায্য করি তখন আমাদের কি কোন কষ্ট হয় নাকি তখন আমরা জ্ঞান শূন্য হয়ে পড়ি।
আমরা যখন আমাদের সমাজের কথা চিন্তা করি তখন আমাদের সমাজটাকে আমরা আনেক নোংরা মনে করি কিন্তু যখন আমরা সেই নোংরা সমাজকে ভালো করতে যাই তখন আমাদের মত সচেতন মানুষের অনেক অভাব দেখা যায়। এতে কি আমরা আমাদের কে নোংরা হিসেবে সমাজের মধ্যে উপস্থাপন করছি না।
সমাজ, জাতি, রাষ্ট যা্ই বলি না কেন যতদিন আমরা আমাদের নিজেদের মন কে নোংরা থেকে চেঁকে পরিষ্কার করতে না পারবো ততদিন এই সমাজ, জাতি, রাষ্ট যাই বলি না কেন তা কখনো পরিষ্কার হবে না।
তাই আসুন আমরা আমাদের এই সমাজ কে সকর প্রকার দুষিত নোংরা আবর্জনা থেকে চেঁকে পরিষ্কার করে এক নতুন সমাজ গড়ার প্রত্যয় গ্রহন করি।
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৬
বাতাস০০০১ বলেছেন: দয়া করে বুঝিয়ে বললে খুশি হব....
২| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০০
বাতাস০০০১ বলেছেন: সঠিক কি বেঠিক তা আমাদের বিবেক কে প্রশ্ন করুন,,, আমার মনে পেয়ে যাবেন..
৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২৪
খেলাঘর বলেছেন:
শক্তি হলো : শিক্ষা
শক্তি হলো : টেকনোলোজী
শক্তি হলো : অর্থনীতি
শক্তি হলো : জাতীয় ঐক্য
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৭
খেলাঘর বলেছেন: অনেক কিছু বলেছেন, কিন্তু কিছুই সঠিক হয়নি।