নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধাঞ্জলী

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

কপোতাক্ষ, তিস্তা, সুরমার পাড় থেকে

অগুনতি ফুল হাতে তোমরা চলেছো

সৌম, শান্ত, ধীর মিছিল,

জ্বেলেছো স্নিগ্ধ, মোমের আলো

মানববন্ধনে বেঁধেছো হাত।

কোথায় চলেছো?

ভাষার মিনারে অর্ঘ সাজাতে

প্রাণ ঢালা আবেগ নগ্নপা দীর্ঘ প্রতিক্ষা

তোমরা চলেছো অপরিসীম ধৈর্য

হৃদয় আকুল ভালোবাসায়।

আ-হা ,কবে আমি আবার দাঁড়াব

তোমাদের সারিতে আবার

দূর থেকে এই হাহাকার সরিয়ে

আমার প্রাণের সঞ্চরণে, রক্তের চলাচলে।

তোমাদের নিঃশ্বাসের ধ্বনী।

আমার বাস্তবতা ঘিরে থাকে

দেশমাতৃকার জোয়ারের টান।

পূর্ণিমা চাঁদ হয়ে হাসে আমার স্বদেশ

অন্তরে নিভৃতে প্রতিদিন দূর্রন্ত ঢেউ শ্বাসে প্রশ্বাসে।

আমি কবে আবার দাঁড়াব

হৃদয় অঞ্জলি গোলাপ হাতে

প্রভাতফেরীতে তোমাদের সাথে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++ সুন্দর ।

ভালো থাকবেন :)

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ অপূর্ন একুশের শুভেচ্ছা

তুমি কেমন আছো?

অনেক ভালো থেকো তুমিও

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো আছি । কিন্তু দেশের অবস্থা নিয়ে মন মেজাজ ভালো নাই আপু ।
তুমিও ভালো থাকবে সবসময় । সাবধানে থাকবে ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০২

রোকসানা লেইস বলেছেন: জানি আমারও খুব চিন্তা হচ্ছে। কিছু মানুষের কাছে সারা দেশের মানুষ জিম্মি হয়ে আছে।

তবে কলঙ্কমুক্ত করতেই হবে এবার দেশ। নতুনরা একটা সুন্দর দেশ চায়।যা তাদের প্রাপ্য বাঙলার জনগণকে কয়েকজন মানুষের হাতের পুতুল করে রাখার দিন ফুরিয়েছে।
তারা ঠিক এবার আদায় করে নিবে সব দাবী জাগ্রত জনতা।
আমি আশা বাদী
শুভকামনা

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

বাংলার হাসান বলেছেন: সৌম, শান্ত, ধীর মিছিল,
জ্বেলেছো স্নিগ্ধ, মোমের আলো
মানববন্ধনে বেঁধেছো হাত।

দারুন লাগল।

আমি নই কবি
তবুও ছিল একসময় হবি
পারি না লিখতে
ভাল লাগে মনের ক্যানভাসে আঁকতে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

রোকসানা লেইস বলেছেন: মনের ক্যানভাসে আকঁতে পারা অনেক বড় শিল্প
হৃদয়ের উজ্জ্বলতায় সুন্দর হবে চারপাশ
শুভকামনা..banglar_hasan

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.