নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

দিগন্তে দৃষ্টি

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১

হয়তো কোন এক সবুজ মাঠ পেরুনোর স্বপ্ন বুনে রাত কাটে

একতাল সোনালী রোদ আদুরে পেখম মেলে জড়িয়ে থাকবে পা।

ধান বিছানো ঢেউয়ের জলপাই স্বাদ,

কালো দোয়েলের উড়ে যাওয়ার মুগ্ধতা।

এক স্বপ্ন ভোরের আকাশ এক স্বপ্ন দৌড় ঝাপ

নদীর জলে বালকবেলার দূরন্তপনা।

লেবু ফুলের সতেজ ঘ্রাণ-

টানা ছন্দময় বৃষ্টি ধুয়ে যাক ম্লান পঙ্কিল, তমসা।

হৃদয়ের প্রাঙ্গন মিলবে দৃষ্টির সীমানায় খুব কাছাকাছি।

মহুয়া মাতাল ভোর

কখন অমল আলোর ছোঁয়ায় রূপ-কল্প বৈকুণ্ঠ বৈচীমালায় জড়াবে

স্বপ্নগুলো রাত পেরিযে সময়ের চৌকাট মাড়িয়ে উড়ুক উড়ুক মেঘের ভেলায়

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০

স্বপনবাজ বলেছেন: প্রথম + !

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৩

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগা স্বপনবাজ

২| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৭

আশিক মাসুম বলেছেন: হুম ভালো।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা আশিক মাসুম

৩| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

হাসান মাহবুব বলেছেন: স্নিগ্ধ, সুন্দর।

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৯

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগা জানাই হাসান মাহবুব

শুভকামনা

৪| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪০

বাংলার হাসান বলেছেন: এক স্বপ্ন ভোরের আকাশ এক স্বপ্ন দৌড় ঝাপ
নদীর জলে বালকবেলার দূরন্তপনা।
খুব বেশী মিস করি সময় গুলো।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

রোকসানা লেইস বলেছেন: মাঝেমধ্যে বালক হয়ে গেলে হয় সময়টাকে নিজেই আমরা দূরে সরিয়ে রাখি
শুভেচ্ছা বাঙলার হাসান

৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৭

সোহাগ+দৃষ্টি =০ বলেছেন: খুব ভালো লাগলো কারন আমার বউ এর নাম দৃষ্টি

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২০

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা সোহাগ এবং দৃষ্টির জন্য শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.