| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
১০
 ৪ নভেম্বর ০৯
নীল সোনা,
উদাসী হাওয়ার রাত আজ অনেক ভালোবাসার রাত। দক্ষিণের খোলা জানালা দিয়ে  হাস্নুহেনার মাতাল ঘ্রাণ আর উত্তাল হাওয়া আমাদের আরো আবেগ ঘন করে দিত। আমরা জড়িয়ে মিশে যেতাম একের ভিতর অপর।  হৃদয়ের তন্ত্রীতে বাজত  ভালোবাসার মধুর সঙ্গীত। শুক্লপক্ষের স্নিগ্ধ আলো থাকত আমাদের ঘিরে। বহুদিন বাদে তুমি আমাকে তেমন জড়িয়ে আছো আমি ঘুমিয়ে পড়েছি তোমার বাহুর বন্ধনে বড় আরামে, বড় স্বস্থিতে। 
শীত লাগছে ভীষণ শীত করছে আমার, গায়ে কাঁটা দিচ্ছে। বুকের ভিতরে কাঁপন। আমি জেগে উঠলাম অসম্ভব শীতের কাঁপন নিয়ে বাথটাবে । এখানে হাস্নুহেনা আসবে কোথা থেকে।  নতুন কেনা ক্যান্ডেলে লাইলাক ঘ্রান মনে হলো  হাস্নুহেনার সুবাস ছড়াচ্ছে। উষ্ণ জলের অবগাহনে নীল তুমি যেন আমাকে বেঁধে ছিলে বাহুতে। আমি বারবার ভুলে যাই তুমি ফিরে আেসানি এখনও। কেন আমাকে এভাবে কাঁদাও নীল। আমার চোখের জল তুমি সহ্য করতে পারতেনা একদম। এখন সারা দিনমান আমার চোখে জল, সারাক্ষণ তুমি হীন বর্তমানে তোমাকে ধরে রাখি বুকের কাছে।
তোমর হৃদয়
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৮
রোকসানা লেইস বলেছেন: অনুভব দিয়ে।
শুভকামনা
২| 
৩০ শে আগস্ট, ২০১৩  রাত ১১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: স্বস্থিতে শব্দটা স্বস্তিতে হবে বোধ হয়। 
দারুণ লিখেছেন পড়ে আরাম পেলাম ।১ম +
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৯
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ
৩| 
৩১ শে আগস্ট, ২০১৩  রাত ১:৫০
সাদা-কালো বলেছেন: হি হি
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৯
রোকসানা লেইস বলেছেন: হে হে হাসির কারণ কী?
৪| 
৩১ শে আগস্ট, ২০১৩  বিকাল ৩:৪৯
অনির্বাণ প্রহর বলেছেন: সুন্দর।
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৯
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৩  রাত ১০:৩৫
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: এইভাবে কী করে লেখেন?!!! কেন যেন মনে হয় নীল সত্যিই আছে। শুধু কল্পনায় এমন গভীরভাবে উপলব্ধি করা কি সম্ভব?!!!