| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
১৩
                                                                  ২৪ এপ্রিল ১০
দূরে লেইকের নীল জল, আকাশের নীল আর নীল তোমাকে ধারন করে হৃদয়ে আমি প্রতিদিন নীল-অম্বরী হয়ে উঠছি । যন্ত্রনার নীল বিষে নিলীম দিগন্ত আমার চোখে। আকাশে ভেসে যাওয়া মেঘের দূরন্তপনা তোলপাড় তোলে বুকের ভিতর। তুমুল গর্জন সাগরের উর্মিমালার অসহ্য মাতন। নাওয়া খাওয়া ঘুম হারাম হয়ে গেছে আমার কাছে। আমি আর পারছিনা। দিনে দিনে কঙ্কালসার হয়ে যাচ্ছে দেহ। শুকনো মরু হয়ে গেছে হৃদয়ের সকল উত্তাপ, তৃষ্ণায় খাখা বুক। এত আলো ঝলমল পৃথিবী এত আনন্দ চারপাশে, আমি শুধু এককী শূন্যতার বিবরে ঘুরপাক খাই। আমার পৃথিবী শূন্য। থেমে গেছে ঘড়ির কাটা। জীবনটাই শুধু ধুকপুক করে শ্বাস নিচ্ছে কেন কিসের আশায় কে জানে?
 
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:১৫
রোকসানা লেইস বলেছেন: অনেক ভালোলাগা 
শুভেচ্ছা রইল মোঃ খালিদ সাইফুল্লাহ
২| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:০৯
সুপান্থ সুরাহী বলেছেন: 
আপনার  এই সিরিজটা পড়তে ভাল লাগছে। আপনার অনুভবেরা সংক্রমিত হচ্ছে আমাতে...
 
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:১৬
রোকসানা লেইস বলেছেন: জেনে পুলকিত হলাম।  ![]()
মাঝে মধ্যে উপলিব্ধ জানিয়ে যেও
শুভকামনা সুপান্থ
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: অল্প একটু লেখার যেন অতলস্পর্শী গভীরতা!!! এই গভীর অনভূতি এত স্বল্প পরিসরে বোধহয় এর চেয়ে সুন্দর করে আর প্রকাশ করা যায় না!!!