নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

আকাশের চিঠি; একুশ

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২

২১

২৩ অক্টোবর ১০

মা আবার এসেছেন, আমার অসুস্থতার খবর পেয়ে। মায়েদের দ্বায়িত্ব সন্তানের ভালো মন্দ দেখা। মন্দ সময়ে বুক পেতে আগলে রাখা। তাই বারবার মা সব ফেলে আমার কাছে ছুটে আসেন মনে হয়। সময়টা ভালোই কাটছে কাছের মানুষের আন্তরিকতায়।

একদিন কি হয়েছে জানে নীল, আমরা খেতে বসেছি, মা আমার পছন্দের অনেক খাবার রান্না করেছে। আমি প্রশংসা করছি খেতে খুব ভালো লাগছে। হঠাৎ মা আমাকে কী বলে জানো,একটা প্রোপজাল আছে । কিসের প্রোপজাল মা, আমি তেমন গুরুত্ব না দিয়ে জানতে চাই। তোর একটা বিয়ের সমন্ধ এসেছে।

কি বলছো তুমি মা? আমি তো বিবাহিত। নীলের কথা তুমি কি ভুলে গেছো? না ভুলব কেন? অনেক দিন হয়ে গেলো, দিন তো নয় কতগুলো বছর পেরিয়ে গেলো। ও কি আর ফিরে আসবে, এভাবে একা আর কত দিন কাটাবি বলতো?

অনেকেই সমন্ধের কথা বলছে আমাকে কিন্তু মিসেস বিলকিসের ছেলে টাকে আমার খুব পছন্দ হয়েছে।

মা আর একটা কথা আমি শুনতে চাই না এ বিষয়ে।

ব্যাস, সুন্দর সময়টা অসুন্দর হয়ে গেলো। মা মন মরা হয়ে চুপচাপ থাকে আমিও নিজের মতন থাকি । ক’দিন পর মা বলল, অনেক দিন হয়ে গেলো ঠান্ডার সময়ও চলে আসছে আমি চলে গেলে আসা করি তোর খারাপ লাগবে না।

আমিও বললাম সেই ভালো বাবার কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া তুমি চলে যাও আমি ঠিক আছি। কোন অসুবিধা হলে জানাব আবার চলে এসো।

কষ্টগুলো যে কী কঠিন কাকে বুঝাবো বলো নীল। নিজের মাও যদি না বুঝে এর চেয়ে দুঃখ আর কী বলো?

কেন সবাই মনে করে তুমি নেই। শুধু আমার মনে একটা জোনাক আলো জা¡লে। বলে যায় তুমি আছো তুমি আছো। ফিরে আসবে আমার কাছে আমার ভালোবাসায়।



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: মা আপনার কষ্ট বোঝেন না এমন নয়; কিন্তু মা'রও যে অনেক কষ্ট!!! এ কথা বললাম তাই মন খারাপ করবেন না তো? অনেক সুন্দর লিখেছেন!!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

রোকসানা লেইস বলেছেন: সবার কষ্ট তার নিজের মতন করে বুঝতে পারলে হতো।


শুভেচ্ছা

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮

খেয়া ঘাট বলেছেন: । শুধু আমার মনে একটা জোনাক আলো জ্বালো।

ভালো লাগলো অনেক লিখাটা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

রোকসানা লেইস বলেছেন: অনেক ভালোলাগ জানাই খেয়া ঘাট

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা- খুবই সহজ সরল ভাবে লিখছেন আপা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৬

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগল জেনে........... শুভেচ্ছা জেনো রাজীব নুর

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

সমুদ্র কন্যা বলেছেন: ভাল লাগা অনেক আপনার আকাশের চিঠিতে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭

রোকসানা লেইস বলেছেন: আপনার জন্য অনেক ভালোবাসা সমুদ্র কন্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.