| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
২৭
                            ২০/১২/১০
কী অদ্ভুত জীবন হলো কখনো এমন ভাবিনি কল্পনা করিনি তাই হলো। একা একা চিঠির পর চিঠি লিখে যাচ্ছি তোমাকে আজ কত বছর। কোন উত্তর পাবনা জানি, প্রত্যাসাও নাই তবু এ লেখায় কোন ক্লান্তি নাই। আমি আসলে তোমকে কাছে পাই এই চিঠি লিখার মাধ্যমে।
আমার একাকী ভুবনের রাতদিন আমি তোমার সাথে কথা বলি তাই সাজাই চিঠির পাতায়। সেই যেমন সারাদিনের কাজের শেষে ফিরে এসে আমরা কথা বলতাম প্রতি দিন। ঘুমাতে যাবার আগ পর্যন্ত তেমনি যেন আমি তোমার কাছেই বলি প্রতিদিনের দিনলিপি, ভালো লাগা, মন্দ লাগা।
আজ আকাশে অনেক তারা ঘন কৃষ্ণবর্ণ আকাশে জ্বলছে সর্প্তষি। আামি অনেক রাত  সর্প্তষির দিকে চোখ রেখে ভোর করে ফেলেছি। মনে মনে বলেছি, পথ দেখাও আমাকে পথ দেখাও, যেমন তুমি পথের দিশা দাও বিশাল মহাসমুদ্রে হারিয়ে যাওয়া নাবিককে।
সূর্য, চাঁদ, বৃক্ষ রাজী, সর্প্তষি আমাকে জড়িয়ে রেখেছে ভালোবাসায়। অস্তির উন্মাদ হয়ে গিয়ে আবার ফিরে পেয়েছি স্তিরতা। আমাকে স্থির থাকতেই হবে তোমার আসার অপেক্ষায়।
 
 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৩
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা
২| 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৫৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর ****
 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৪
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন
৩| 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:২৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: আকাশের চিঠি ইন্টারেস্টিং লাগল।
 
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:১৮
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ প্রোফেসর শঙ্কু  
৪| 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৩৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
খুব সুন্দর।। 
 
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:১৯
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ আশরাফুল ইসলাম র্দূজয়
৫| 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:১২
কান্ডারি অথর্ব বলেছেন: 
সুন্দর 
 
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:২১
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্চা কাণ্ডারী অথর্ব
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৩৪
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: সুন্দর!!!